হায়দরাবাদ, 19 অগস্ট: বিতর্কিত বক্তব্যের জেরে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ এবার ফের একবার নাম না করে বলিউডকে একহাত নিলেন তিনি ৷ আর সঙ্গে প্রশংসায় ভরালেন পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ৷ ঠিক কী কারণে বিতর্ক? আদতে অনেক ছবির বাজেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই নিয়েই শুক্রবার মুখ খোলেন ফ্লিম ক্রিটিক রাজ বনসাল ৷ সেই টুইট রিপোস্ট করেন কঙ্গনাও ৷ আর আজ বনশালির প্রতি তাঁর ভালোবাসার কথা জানান নায়িকা ৷ কারণ তাঁর দাবি, বলিউডে আজ ছবি হিট দেখানোর জন্য নানা মিথ্যাচার চলছে ৷ কিন্তু সঞ্জয় এমন একজন পরিচালক যিনি সাফল্যের জন্য মিথ্যাচার করেননি ৷
শনিবার সকালে কঙ্গনা লেখেন, "আমি সঞ্জয় লীলা বনশালিকে এক শিল্পী হিসাবে অন্তর থেকে সম্মান করি ৷ কারণ তিনি কখনও খ্যাতি এবং সাফল্য পেতে মিথ্যাচার করেন না ৷ বর্তমানের সিনেমার জগতে একজন প্রকৃত শিল্পী তিনি ৷ সিনেমা নিয়ে এতটা 'অসহায় ভালোবাসা' আর তীব্র প্যাশন আর কারও মধ্যে আছে বলে আমার জানা নেই ৷...উনি একজন জীবন্ত কিংবদন্তি ৷ ভালোবাসা সঞ্জয় স্যার ৷" তিনি আরও জানান বনশালি প্রোডাকশনস থেকে অনেকবারই তাঁর ডাক এসেছে ৷ কিন্তু সেভাবে তা ফলপ্রসূ হয়নি ৷
সঞ্জয় নিয়ে দীর্ঘ নোট কঙ্গনার এর আগে শুক্রবার সিনে সমালোচক রাজ বনশাল একটি টুইটে দাবি করেন, "একটি সাধারণ গড়পড়তা ছবিকে হিট করানোর এখন বেশ কয়েকটা উপায় হয়েছে ৷ প্রথমত, ছবির দেশের বক্স অফিস কালেকশনের কথা না বলে বিদেশে কতটা আয় করেছে সেই তথ্য দিতে হবে ৷ দ্বিতীয়ত,এমন দাবি করা যায়, ছবিটি একেবারে কম বাজেটে তৈরি ৷ আর না হলে ওটিটি থেকে কী বিরাট টাকা পাওয়া যাচ্ছে সেটার হিসাব প্রকাশ করে দাও ৷" কঙ্গনাও একমত এই বক্তব্যের সঙ্গে ৷ তিনি টুইটটি রিপোস্ট করে লেখেন, "পিআর মাফিয়াদের একদম সঠিক ধরেছেন ৷" ইনস্টাতেও সেই স্ক্রিনশট শেয়ার করেন তিনি ৷
আরও পড়ুন:কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী
সম্প্রতি করণ জোহরের ছবির ক্ষেত্রেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশ্বব্যাুপী আয়ের নিরিখে 300 কোটি আয় করলেও দেশে এখনও পর্যন্ত এই ছবির আয় মাত্র 140 কোটির কিছু বেশি ৷ অন্যদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে ছবিটির বাজেট ছিল প্রায় 178 কোটি ৷ তাই দেশের বক্স অফিসের নিরিখে এখনও বাজেটের টাকা ঘরে তুলতে পারেনি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ একইভাবে অক্ষয়ের 'ও মাই গড 2' ছবির বাজেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছিল এই ছবির বাজেট ছিল প্রায় 150 কোটি ৷ কিন্তু পরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয় মাত্র 50 কোটি টাকায় তৈরি হয়েছে এই ছবি ৷ যদিও কঙ্গনা বা রাজ বনসাল কেউই কোনও ছবির নাম করেননি ৷