হায়দরাবাদ, 27 জানুয়ারি: পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান ৷ মত বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Reacts on Pathaan Success)৷ শাহরুখ খান অভিনীত পাঠানের সাফল্যের পর করণ জোহর, পূজা ভাট এবং মহম্মদ জিশান আইয়ুব-সহ হিন্দি চলচ্চিত্রের সেলিব্রিটিরা বলেছিলেন এটা "প্রেমের জয়"। এই নিয়ে সরব হ বলিউডের 'কুইন' অভিনেত্রী ৷ তাঁর সদ্য ফিরে পাওয়া টুইটার হ্যান্ডেলে একের পর এক টুইট করে এই নিয়ে নিজের মত জানিয়েছেন অভিনেত্রী (Kangana Ranaut takes a jibe at KJo)৷
পাঠান নিয়ে ধারাবাহিক টুইট কঙ্গনার: পাঠানের সাফল্য নিয়ে যে জনপ্রিয় মতামতগুলি ব্যক্ত করা হয়েছে তা নিয়ে শুক্রবার পরের পর টুইট করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ টুইটারে কঙ্গনা লিখেছেন, "যাঁরা দাবি করছেন পাঠান ঘৃণার উপর ভালোবাসার জয়, আমি তা মেনে নিচ্ছি ৷ কিন্তু কার ঘৃণার উপর কার ভালোবাসা ? আসুন সুনির্দিষ্টভাবে বলা যাক, কারা টিকিট কিনছেন এবং এই ছবিকে সফল করছেন ?"
'পাকিস্তান ও আইএসআই-কে ভালো আলোয় দেখিয়েছে পাঠান': এ প্রসঙ্গে ভারতের "ভালোবাসার" প্রশংসা করেছেন কঙ্গনা ৷ তাঁর কথায়, "এমন একটি দেশ যেখানে আশি শতাংশ হিন্দু বাস করেন এবং তবুও পাঠান নামে একটি চলচ্চিত্র যা আমাদের শত্রু দেশ পাকিস্তান এবং আইএসআইকে ভাল আলোতে দেখায় তা সফল ভাবে চলছে ৷ ঘৃণা ও মতামতের ঊর্ধ্বে উঠে এটাই ভারতের স্পিরিট ৷ সেটাই দেশকে মহান করে তোলে... এটি ভারতের ভালোবাসা যা শত্রুদের ঘৃণা এবং ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে ।"