শিমলা, 5 নভেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনে আরও এক সিনে তারকাকে এনে চমক দিতে চলেছে বিজেপি ? রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম ৷ গুজরাতের দ্বারকায় তিনি নিজেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন ।
তীক্ষ্ণ বক্তব্যের জন্য পরিচিত কঙ্গনা: কঙ্গনা রানাওয়াত হিমাচলপ্রদেশের মান্ডি এবং হামিরপুর জেলার সীমানায় ভাম্বলার বাসিন্দা । বলিউডের কুইন হিসেবে পরিচিত কঙ্গনা বরাবরাই নিজের ঠোঁটকাটা ভাবমূর্তি তুলে ধরেছেন ৷ রাজনীতি ও অন্যান্য ইস্যুতে তিনি তীক্ষ্ণ বক্তব্যে বিদ্ধ করেছেন অনেককেই ৷ এর আগেও মান্ডি আসন থেকে কঙ্গনা লোকসভা নির্বাচনে লড়বেন বলে জল্পনা চলেছে । সম্প্রতি গুজরাতের দ্বারকায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি । দ্বারকায় কঙ্গনা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চাইলে তিনি অবশ্যই নির্বাচনে লড়বেন ।
কঙ্গনা মান্ডি থেকে নির্বাচনে লড়লে সমীকরণ কী হবে: কঙ্গনা রানাওয়াত মান্ডি লোকসভা আসন থেকে নির্বাচনে লড়লে বিজেপিতে নানা সমীকরণের অদল বদল হতে পারে । বর্তমানে মান্ডি থেকে জয়রাম ঠাকুরকে মাঠে নামানোর জল্পনা চলছে । বিজেপিতে জয়রাম ঠাকুরের থেকে শক্তিশালী প্রার্থী কম থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খুব একটা আগ্রহী নন তিনি । তিনি রাজ্য রাজনীতিতে থাকতে চান, তবে দলীয় হাইকমান্ডের নির্দেশের পর তাঁর আর কোনও উপায় থাকবে না । বর্তমানে বিজেপি বিধায়করা মান্ডিতে দশটি বিধানসভা আসনের মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন । অবশ্যই, প্রতিভা সিং বর্তমানে মান্ডি লোকসভা আসনের সাংসদ, তবে এখানে কংগ্রেসের থেকে বিজেপির প্রভাব বেশি ।