হায়দরাবাদ, 14 অগস্ট:বলিউডে কন্ট্রোভার্সি ক্যুইন হিসাবে খ্যাত কঙ্গনা রানওয়াত ফের একবার পড়লেন বিতর্কের মুখে ৷ 'চন্দ্রমুখী 2' ছবির হাত ধরে নতুন অবতারে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির প্রথম গান 'স্বাগতঞ্জলি' ৷ আর সেই গানেই ভারতনাট্যম নাচকে ব্যবহার করেছিলেন নির্মাতারা ৷ কিন্তু কঙ্গনা যেভাবে এই নাচটিকে ফুটিয়ে তুলেছেন তা নিয়ে মোটেই খুশি নন অনুরাগীরা ৷ কঙ্গনাকে নিয়ে ফের শুরু হয়েছে ট্রলিং ৷ এর মাঝে কঙ্গনা মুখ খুললেন বটে তবে তা ট্রলিং নিয়ে নয় ৷ বরং 'ওএমজি 2', 'গদর 2' দেখার জন্য় সকলকে ধন্য়বাদ দিলেন তিনি ৷
একজন নেটিজেনের মতে, 'কঙ্গনা যদিও ভালো অভিনেত্রী , কিন্তু মোটেই ভালো নৃত্যশিল্পী নন।' আরেকজনের দাবি, কঙ্গনা রানওয়াতের জায়গায় নির্মাতারা যদি অনুষ্কা শেট্টিকে নিতেন তাহলে ঠিক হতো ৷ অনুষ্কা দেশ জুড়ে পরিচিতি লাভ করেন তাঁর 'বাহুবলী' ছবির জন্য় ৷ কারও কাছে রীতিমতো হাসির পাত্র হয়েছেন ৷ অনেকেই বলছেন 'ধাকড়'-এর মতো আরও একটি ফ্লপ ছবির সাক্ষী হতে চলেছেন কঙ্গনা অনুরাগীরা ৷