পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'দলের পছন্দের জায়গা থেকেই লোকসভা নির্বাচনে লড়বে কঙ্গনা', দাবি অভিনেত্রীর বাবার - বিজেপির টিকিটে নির্বাচনে লড়বে কঙ্গনা দাবি বাবার

Amardeep Ranaut on Kangana: নির্বাচনে লড়াই করতে প্রস্তুত কঙ্গনা রানওয়াত ৷ জানালেন অভিনেত্রীর বাবা অমরদীপ রানওয়াত ৷ তবে কোন আসন থেকে লড়াই করবেন অভিনেত্রী তা ঠিক করবে দলই ৷

Kangana Ranaut Father Amardeep Ranaut
'বিজেপির টিকিটে নির্বাচনে লড়বে কঙ্গনা', দাবি বাবার

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 10:41 PM IST

মান্ডি (হিমাচলপ্রদেশ), 19 ডিসেম্বর:অভিনেত্রী কঙ্গনা রানওয়াত প্রায়শই তাঁর চাঁচাছোলা বক্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন ৷ কেউ কেউ তাঁকে ডাকেন 'কন্ট্রোভার্সি কুইনট নামেও ৷ বেশিরভাগ সময়ই তিনি চর্চায় উঠে আসেন তাঁর নানান মন্তব্যের কারণে ৷ এবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি ৷ এমনটাই খবর মিলল তাঁর পরিবারের তরফে ৷ অভিনেত্রীর বাবা জানিয়েছেন, আগামীতে বিজেপির টিকিটে নির্বাচন লড়তে চলেছেন তিনি ৷ তবে কোথা থেকে তিনি লড়বেন তা ঠিক করবে দল ৷

সংবাদমাধ্যমকে কঙ্গনার বাবা অমরদীপ রানওয়াত বলেন, "কঙ্গনা শুধুমাত্র বিজেপির টিকিটে নির্বাচনে লড়বে ৷ তবে ও কোথা থেকে নির্বাচনে লড়বে, তা দলীয় নেতৃত্বই ঠিক করবে ।" প্রসঙ্গত কয়েকদিন আগেই গুজারাতের দ্বারকায় কঙ্গনা জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচনে লড়াই করতে চান তিনি ৷ অভিনেত্রী রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়শই মন্তব্য করেই থাকেন ৷

নির্বাচনে লড়াই করতে প্রস্তুত কঙ্গনা রানওয়াত দাবি বাবার

দিনকয়েক আগে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল 'তনু ওয়েডস মনু' অভিনেত্রীকে ৷ বিলাসপুরের এক সভায় এসে তিনি বলেন, "কোথাও কোথাও আমার বিপ্লবী আদর্শ আরএসএস-এর মতোই । শৈশবে আরএসএস-এ যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়নি ৷ কিন্তু পরে আমি সংঘ সম্পর্কে জানার সুযোগ পেয়েছি । দেশকে সংগঠিত করার কাজ করছে আরএসএস । সংগঠনের লোকজন যখন দেশের হাল ধরেছে, যে কাজ 70 বছরেও হয়নি তা মাত্র আট-দশ বছরে হয়ে গেল।"

তাঁর এই বক্তব্য থেকেই অনেকে অনুমান করেছিলেন এবার হয়তো সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি ৷ প্রসঙ্গত, কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি জেলার বাসিন্দা । সরকাঘাট বিধানসভা কেন্দ্রের ভাম্বলা গ্রামে জন্ম তাঁর বাবার । আশপাশে মোট চারটি লোকসভা আসন রয়েছে ৷ কেন্দ্রগুলির নাম সিমলা, মান্ডি, কাংড়া এবং হামিরপুর ৷ 2014 এবং 2019 সালে সবক'টি আসনেই জয় পেয়েছিল বিজেপি ৷ তাই এমনই কোনও একটি লোকসভা আসন থেকে দাঁড় করানো হতে পারে কঙ্গনাকে ৷

আরও পড়ুন:

  1. দুরন্ত স্টান্ট আর খেলার টানটান উত্তেজনার কাহিনি নিয়ে হাজির বিদ্যুৎ
  2. এবার ইডির নজরে কিং খান-পত্নী গৌরি, আর্থিক প্রতারণার মামলায় জারি নোটিশ
  3. 'খো গয়ে হাম কাহাঁ'র স্ক্রিনিংয়ের পর গভীর রাতে অনন্যাকে নিয়ে লং ড্রাইভে আদিত্য

ABOUT THE AUTHOR

...view details