হায়দরাবাদ, 27 অক্টোবর:আজই মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের ফিল্ম তেজস ৷ তাঁর পরবর্তী প্রজেক্টগুলিও বেশ নজরকাড়া ৷ সম্প্রতি আইএমডিবি-কে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের কুইন ঘোষণা করেছেন যে, পরপর তিনটি ছবি তাঁর ঝুলিতে রয়েছে ৷ তার মধ্যে একটি রয়েছে তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে ৷ এ ছাড়াও তাঁর জনপ্রিয় তনু ওয়েডস মনু ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিও আসছে বলে জানিয়ে দিয়েছেন কঙ্গনা ৷
আইএমডিবি-র সঙ্গে কথোপকথনের সময় কঙ্গনা উল্লেখ করেন যে, তিনি বিজয় সেতুপতির সঙ্গে একটি রোমাঞ্চকর ফিল্মে কাজ করছেন ৷ এছাড়াও নটি বিনোদিনী নামে একটি প্রজেক্টও রয়েছে তাঁর হাতে ৷ আর আছে তনু ওয়েডস মনু 3 নামে আরেক চলচ্চিত্র । তনু ওয়েডস মনুর তৃতীয় কিস্তির ঘোষণাটি সিনেপ্রেমীদের অবাক করে দিয়েছে ৷ কারণ পরিচালক আনন্দ এল রাই এর আগে জানিয়েছিলেন যে, এই ছবি করার কোনও পরিকল্পনা তাঁর নেই ৷
এর আগে, একটি সাক্ষাত্কারে পরিচালক বলেছিলেন যে, এটি একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হওয়ার কারণে এক তৃতীয় অংশটি তিনি তৈরি করবেন না । তিনি বলেছিলেন, "এটিকে একটি সিরিজের মতো বিবেচনা করব না । এই মুহূর্তে তৃতীয় অংশ নেই । আমার মনে হয় আপাতত এই চরিত্রগুলি নিয়ে কাজ করা আমার হয়ে গিয়েছে ৷"