হায়দরাবাদ, 3 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়- তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যেতেই সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ তবে প্রধানমন্ত্রীকে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে তুলনা করতেই সোশাল মিডিয়ায় ট্রলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে ৷ তাতে যদিও দমে যাননি অভিনেত্রী ৷ উলটে নেটিজেনদের প্রতিক্রিয়া দিতে গিয়ে টেনে এনেছেন ভগবত গীতার প্রসঙ্গও ৷
তেলেঙ্গনা বাদ দিলে মধ্য়প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়; তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি ৷ একমাত্র দক্ষিণের রাজ্যটিতে জিতেছে কংগ্রেস ৷ বিজেপির জয়ের উচ্ছ্বাসে কঙ্গনা রবিবার প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করেন ৷ সেখানে লেখা, "দেশে একটাই গ্যারান্টি চলে সেটা মোদি গ্যারান্টি ৷" সেই ছবি শেয়ার করে কঙ্গনা পোস্টে লেখেন, "রাম এসেছেন ৷ হ্যাশট্যাগ ইলেকশনের ফলাফল ৷"
এরপরেই কঙ্গনার সমালোচনা শুরু হয় নেটপাড়ায় ৷ এক নেটিজেন প্রশ্ন করে বলেন, "মোদির সঙ্গে কী আদৌ ভগবানের তুলনা করা যায়? এই ভগবানের ব্যপ্তি কি কেবল হিন্দুত্ববাদের মধ্যেই?" প্রশ্নের জবাবও দেন কুইন ৷ তিনি টেনে আনেন ভগবত গীতার প্রসঙ্গ ৷ তিনি বলেন, "হ্যাঁ, তুলনা করা যায় ৷ ভগবান শ্রী কৃষ্ণ গীতাতে বলেছেন, আমার সত্যিকারের ভক্ত আর আমি সমান ৷ তাঁর আর আমার মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আমাদের ধর্মে অনেক সুন্দর দেব-দেবীরা আছেন ৷ যেখানে কোনও শিরচ্ছেদ নেই, চাবুক মারা নেই ৷ আপনারও উচিত আমাদের দলে আসা ৷"
শুধু তাই নয়, আর এক টুইট বার্তায় কঙ্গনা কংগ্রেসের রাহুল গান্ধিকে কটাক্ষ করে বলেন, "যে সনাতন রাবণের অহংকার দ্বারা মুছে যায়নি, কংসের গর্জনে কেঁপে ওঠেনি, যে সনাতন বাবর ও ঔরঙ্গজেবের অত্যাচারে মুছে যায়নি, পাপ্পু অপয়ার প্রচেষ্টায় কি সেই সনাতন মুছে যাবে?"