মুম্বই, 28 মার্চ: বলিউডের 'মুভি মাফিয়া'দের নিয়ে ফের বিস্ফোরক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Bollywood actress Kangana Ranaut) ৷ ফের একবার কাঠগড়ায় দাঁড় করালেন পরিচালক করণ জোহরকে (Filmmaker Karan Johar) ৷ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বন্ধুত্ব বাড়ায়, করণ জোহর বলিউডে একপ্রকার 'নিষিদ্ধ' করেছিলেন প্রিয়াঙ্কাকে ৷ মঙ্গলবার কন্ট্রোভার্সি কুইনের এই টুইট ঘিরে শুরু হয়েছে নতুন করে জলঘোলা ৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) আবারও খবরের শিরোনামে ৷ ড্যাক্স শেফার্ডের সঞ্চালনায় পডকাস্ট নেটওয়ার্ক আর্মচেয়ার এক্সপার্ট'কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়ার কারণ জানতে চাইলে তিনি ভয়ঙ্কর সত্যিটা জানান ৷ তিনি বলেছেন," বলিউডে আমি কোনও ভালো চরিত্রে কাজ পাচ্ছিলাম না ৷ ইন্ডাস্ট্রির ভিতরের রাজনীতির সঙ্গে আমি প্রতিদিন লড়াই করছিলাম ৷ বলিউডে আমাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল ৷ আমার কাছের লোকেরা আমাকে কাস্ট করেনি ৷ আমি রাজনীতির খেলায় পারদর্শী নই ৷ ফলে এই সবকিছু থেকে আমি বিরতি চেয়েছিলাম ৷ "
'কোয়ান্টিকো গার্ল' প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার সামনে আসতেই সবার প্রথম মুখ খুলেছেন কঙ্গনা ৷ মঙ্গলবার টুইট বার্তায় তিনি লিখেছেন, "ষড়যন্ত্র করে প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করা হয়েছে ৷ সকলেই জানেন শাহরুখে সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্বের কারণে তাঁকে খেসারত দিতে হয়েছে ৷ এমনভাবে প্রিয়াঙ্কাকে হেনস্তা করা হয়েছে যে তাঁকে দেশ ছাড়তে হয়েছে ৷" তিনি টুইটে আরও লেখেন, "ইন্ডাস্ট্রির সংস্কৃতি এই একটা মানুষের জন্যই নষ্ট হচ্ছে ৷ অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের সময়ে এই রকম বাইরের শিল্পীদের হেনস্তার মুখোমুখি হতে হয়নি ৷ সিনেমার জগতে বাইরে থেকে যাঁরাই আসেন তাঁদের করণের গ্যাং ও মাফিয়া পিআর হেনস্তা করেন ৷ তাঁদের জবাবদিহি করা উচিত ৷"
আরও পড়ুন:রাঘব-পরিণীতির সম্পর্কে সিলমোহর আপ নেতা সঞ্জীব অরোরার
কঙ্গনার পাশাপাশি পরিচালক বিবেক অগ্নিহোত্রীও 'দেশি গার্ল' প্রিয়াঙ্কাকে নিয়ে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, "যখন বড় কোনও মাথা পিছনে টেনে ধরে, হেনস্তা করে তখন কেউ মাথা নত করে নেন, কেউ হাল ছেড়ে দেন, কেউ নেশায় ডুবে যান আবার কেউ জীবনটাকে শেষ করে দেন ৷ এই গ্যাং'য়ের বিরুদ্ধে জয় পাওয়া খুব কঠিন ৷ কিন্তু তার মধ্যেও এমন অনেকে আছেন যারা নিজের আলাদা দুনিয়াই তৈরি করে নেন ৷ তাঁরাই জীবনের আসল তারকা ৷" নেটিজেনদের মতে, বিবেক অগ্নিহোত্রীর এই খোঁচা আরও একবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার স্মৃতিকে উসকে দিয়েছে ৷