পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana on Amritpal Singh: গুলি না-চালালে অমৃতপালের সঙ্গে বৈঠকে রাজি, জানালেন কঙ্গনা - Kangana on Amritpal Singh

খালিস্তানিরা তাঁর ওপর গুলি না চালালে তিনি বৈঠকে রাজি, অমৃতপালের চ্যালেঞ্জ স্বীকার করে লিখলেন কঙ্গনা ৷ এর আগে সারাদিন ধরেই টুইটারে আনজালা ঘটনা নিয়ে মতামত ব্যক্ত করেছেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' (Kangana Tweets on Ajnala Police Station incident)৷

Kangana on Amritpal Singh
বৈঠকে রাজি অমৃতপালের চ্যালেঞ্জ স্বীকার করে লিখলেন কঙ্গনা

By

Published : Feb 25, 2023, 9:12 PM IST

চণ্ডীগড়, 25 ফেব্রুয়ারি:বিতর্কের রানি কঙ্গনা রানাওয়াত ফের সরব হলেন টুইটারে ৷ গত 23 ফেব্রুয়ারি কিছু খালিস্তানি সমর্থক বন্দুক এবং তরবারি নিয়ে আজনালা পুলিশ স্টেশনে হামলা চালায় ৷ তাদের সঙ্গে ছিল 'ওয়ারিস পঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিংও ৷ অমৃতপালের ঘনিষ্ঠ লভপ্রীত সিং ওরফে তুফানের মুক্তির দাবিতেই এই হামলা ৷ এই নিয়ে শুক্রবারই মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ শনিবারও চলল তার জের ৷ এমনকী অমৃতপাল সিং-এর সঙ্গে বিতর্কেও জড়ালেন অভিনেত্রী (Kangana Tweets on Ajnala Police Station incident)৷

কঙ্গনা গতকাল তাঁর প্রথম টুইটে লেখেন, "পঞ্জাবে যা ঘটছে তা আমি দু'বছর আগেই অনুমান করেছিলাম ৷ আমার বিরুদ্ধে প্রচুর কেস ফাইল করা হয়েছিল, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, আমার গাড়িতেও চলেছিল হামলা কিন্তু তাই তো হল যা আমি বলেছিলাম ৷ নন-খালিস্তানি শিখেদের তাঁদের ভূমিকা ও অবস্থান স্পষ্ট করা দরকার ৷" এরপর আজ সেই টুইটের সঙ্গেই আরও একটি টুইট জুড়ে দেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, 'ছ'টা সমন, এক অ্যারেস্ট ওয়ারেন্ট, আমার ছবির ওপর পঞ্জাবে নিষেধাজ্ঞা জারি, গাড়িতে হামলা করা ৷ এটাই হল সেই মূল্য গোটা দেশকে সংঘবদ্ধ রাখতে একজন দেশপ্রেমীকে যা চোকাতে হয় ৷ যদি সংবিধানে বিশ্বাস করতে হয় তাহলে খালিস্তানিরা ভারত সরকারের দ্বারা ঘোষিত আতঙ্কবাদী ৷ এক্ষেত্রে তোমার অবস্থান নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় ৷'

এরপর এই বিষয়ে আরও একটি টুইট করেন অভিনেত্রী ৷ এই টুইটে তিনি সরাসরি অমৃতপালের মুখোমুখি বৈঠকের আহ্বান স্বীকারও করেন ৷ তিনি লেখেন, "অমৃতপাল সিংহ গোটা দেশকে খোলা আহ্বান জানিয়েছেন তাঁর সঙ্গে আলোচনার জন্য ৷ তার দাবি তিনি খালিস্তানের দাবি কতটা সঠিক তা ব্যাখ্য়া করতে পারবেন ৷ আমি অবাক যে কোনও রাজনৈতিক নেতাও এই আহ্বান স্বীকার করেননি ৷ যদি খালিস্তানিরা আমার ওপর হামলা না-চালায়, গুলি না-চালায় আমি রাজি ৷ "

আরও পড়ুন:শুভ্রজিতের বহুদিনের গবেষণার ফসল হতে চলেছে 'দেবী চৌধুরানী'

কঙ্গনার এই বক্তব্য সামনে আসার পর নানা মুনি নানা মত প্রকাশ করছেন ৷ কেউ কেউ আবার তাঁকে স্মরণ করাচ্ছেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তাঁর বিতর্কের প্রসঙ্গও ৷ অভিনয়ের কথা বলতে গেলে কঙ্গনা রানাওয়াতকে আগামীতে দেখা যাবে 'ইমারজেন্সি' ছবিতে ৷ এখানে তিনি অভিনয় করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷

ABOUT THE AUTHOR

...view details