পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ami Amar Moto Shooting: 'একেই বলে শুটিং'! জিতু-শ্রাবন্তীর সঙ্গে ইংল্যান্ডে ক্যামেরাবন্দি কমলেশ্বর

শুধু দেশে নয় বিদেশেও চলছে কমলেশ্বরের নতুন ছবি 'আমি আমার মতো'র শুটিং ৷ এবার ছবির শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন পরিচালক ৷

Glimpses of Ami Amar Moto Shooting
আমি আমার মতো ছবির শুটিংয়ের ঝলক

By

Published : Jul 27, 2023, 11:01 AM IST

Updated : Jul 27, 2023, 11:14 AM IST

কলকাতা, 27 জুলাই: অনীক দত্তর হাত ধরে চেনা মুখ হয়ে উঠেছিলেন জিতু কমল ৷ অনুরাগীদের অনেকেই আজও তাঁকে চেনেন পর্দার সত্যজিৎ হিসেবে ৷ আরও প্রসারিত হয়েছে তাঁর পথ চলা ৷ বিবাহ বিচ্ছেদের জন্য ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা এসেছে ৷ সে যাই হোক, কাজ থেকে তো আর সরে থাকা যায় না! আর তাই একের পর নতুন কাজেই নিজেকে ডুবিয়ে রাখছেন জিতু ৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'আমি আমার মতো' ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ বৃহস্পতিবার এই ছবির শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন পরিচালক ৷

কমলেশ্বর তাঁর এই নতুন ছবির শুটিং করছেন বিদেশেও ৷ ইংল্যান্ডের শুটিং পর্বের একটি ঝলক এদিন শেয়ার করেছেন পরিচালক ৷ সেখানে জিতু কমল এবং শ্রাবন্তীর সঙ্গে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি ৷ আরও একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে গোটা টিমের সঙ্গে ৷ ছবি দু'টি শেয়ার করে তিনি লিখেছেন, "আমি আমার মতো-র শুটিং চলছে ইংল্যান্ডে ৷"

নায়ক-নায়িকা দু'জনকেই একেবারে সাদা পোশাকে ছবিতে দেখা গিয়েছে ৷ শ্রাবন্তীর পরনে ছিল সাদা জামা ৷ অন্যদিকে, জিতু পরেছিলেন সাদা গোল গলা টিশার্ট আর কালো শর্টস ৷ তাঁর একাধিক কাজ নিয়ে এখন রীতিমতো চর্চায় রয়েছেন কমলেশ্বর ৷ সম্প্রতি 'একটু সরে বসুন' ছবির কাজ শেষ করেছেন পরিচালক ৷ বনফুলের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি ৷ অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং রজতাভ দত্তের মতো তাবড় অভিনেতারা ৷

আরও পড়ুন:রণবীর আলিয়ার জুটি কেমন লাগল, ইনস্টা স্টোরিতে জানালেন ভিকি ক্যাট

প্রসঙ্গত, রজতাভ দত্তকে দেখা যাবে কমলেশ্বরের 'আমি আমার মতো' ছবিতেও ৷ পর্দায় জিতুর বাবার ভূমিকায় অভিনয় করবেন তিনি ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে সামনে প্রকাশিত অনুযায়ী, জিতু এখানে অভিনয় করবেন একটি আইটি অফিসের কর্মীর চরিত্রে ৷ আর তাঁর প্রেমিকা সায়নীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে ৷ এবার তাঁদের টানাপোড়েন কেমন জমে সেটাই দেখার ৷ অন্যদিকে, আবার আরও একটি ওয়েব সিরিজের কাজে হাত দেওয়ারও কথা কমলেশ্বরের ৷ জানা গিয়েছে, আগামিদিনে তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের 'গণদেবতা' নিয়ে কাজ করতে চলেছেন তিনি ৷ সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে ৷

Last Updated : Jul 27, 2023, 11:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details