হায়দরাবাদ, 14 নভেম্বর: অন্যধারার ছবি নির্মাতা হিসাবে বরাবরই নজর কাড়েন 'চিকিৎসক' কমলেশ্বর মুখোপাধ্যায় ৷ এবার তিনি পর্দায় আনছেন বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়)-এর ছোটগল্প অবলম্বনে 'একটু সরে বসুন' ৷ সেই ছবিতেই একটি গানের জন্য অরিজিৎ সিংয়ের দরবারে হাজির হয়েছিলেন পরিচালক ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানালেন কমলেশ্বর ৷
মাটির মানুষ হিসাবে দর্শক দরবারে বরাবরই আলোচনায় উঠে আসেন সঙ্গীত তারকা অরিজিৎ সিং ৷ তাঁর গানের সুখ্যাতি যেমন দেশ-বিদেশে ছড়িয়েছে, তেমনই তাঁর ব্যবহার মুগ্ধ করে সকলকে ৷ তারকাসনে বসেও কীভাবে শিকড়ের কাছাকাছি থাকা যায়, তার উদাহরণস্বরূপ নাম উঠে আসে অরিজিৎ সিংয়ের ৷ সঙ্গীতকারের প্রশংসায় এবার পঞ্চমুখ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ৷
সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমার নতুন ছবি 'একটু সরে বসুন' এর জন্যে নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্য (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হলল অরিজিৎ সিং-এর সঙ্গে। তাও টেলিফোনে। তার অনেকদিন আগে আমার ছবি 'চাঁদের পাহাড়ে'র জন্যে একটা গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী যিনি আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক - তার সম্মন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।"
তিনি বলেন, "আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এতো সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল । কিন্তু অবাক কান্ড - লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতো নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরণ, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম, গায়ক হিসেবে তিনি যত বড়ো, মানুষ হিসেবে, তার চেয়েও। আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল- সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং ৷ আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন ৷ অন্যের মন তো জিতবেনই।"