পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kamal Haasan in Hospital: হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার কমল হাসান - Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা কমল হাসান ৷ বুধবার শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে (SRMC) ভর্তি করা হয় তাঁকে । খবর অনুযায়ী, তাঁকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kamal Haasan in Hospital) ।

Kamal Haasan in Hospital
হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার কমল হাসান

By

Published : Nov 24, 2022, 9:42 AM IST

Updated : Nov 24, 2022, 10:15 AM IST

চেন্নাই, 24 নভেম্বর:হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan admitted to a hospital in Chennai )৷ বুধবার শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে (SRMC) ভর্তি করা হয় তাঁকে । খবর অনুযায়ী, তাঁকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে । জ্বরের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন । আপাতত চিকিৎসকরা তাঁকে আগামী দু'দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী আজই হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হতে পারে কমল হাসানকে(Kamal Haasan in Hospital) ৷

বর্তমানে কমল হাসান তামিল ভাষায় 'বিগ বস 6'-এর হোস্টিং করছেন ৷ তাঁর সঞ্চালনায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই অনুষ্ঠান ৷ দক্ষিণী সিনেমার এই কিংবদন্তি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ তবে আপাতত পাওয়া খবর অনুযায়ী সেরকম বড় উদ্বেগের কোনও কারণ নেই ৷ প্রসঙ্গত, এই মাসের শুরুতেই নিজের 68তম জন্মদিন পালন করেছেন কমল হাসান ৷

আরও পড়ুন:হাজির হল 'দীপু'তে দীপেন্দুর লুক

অভিনয়ের কথা বলতে গেলে প্রায় 35 বছর পর আবার মনি রত্নমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দক্ষিণী সুপারস্টার (Kamal Haasan Mani Ratnam to reunite after 35 years ) ৷ তামিল ছবির এই নায়ক এর আগে গ্যাংস্টার ড্রামা 'নায়কান'-এর জন্য় মনিরত্নমের হাত ধরেছিলেন ৷ এবার তাঁদের এই নতুন ছবিটি কতখানি সাফল্য় পায় সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা ৷ ছবির নাম 'KH234' (Kamal Haasan announces film with Mani Ratnam ) ৷ তবে পরে সেটি বদলেও দেওয়া হতে পারে । ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে 2024 সালে ৷ এছাড়া বর্তমানে পরিচালক শঙ্করের 'ইন্ডিয়ান 2' ছবিরও শুটিং শুরু করেছেন তিনি ৷

Last Updated : Nov 24, 2022, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details