মুম্বই,29 জুন :বলি অভিনেত্রী কাজল, দক্ষিণী সুপার স্টার সূর্য(Suriya), পরিচালক সুস্মিত ঘোষ, রিণ্টু থমাস, রীমা কাগতি এবং প্যান নলিন-সহ মোট 397 জন কৃতিকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts ) ৷
এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য 44 শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের 53টি দেশ থেকে প্রায় 50 শতাংশ সদস্য় গ্রহণ করা হয়েছে ৷ পরিচালক সুস্মিত ঘোষ এবং রিণ্টু থমাসের তৈরি ডকু ছবি 'রাইটিং উইথ ফায়ার' এই বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে ৷ রীমা ডাক পেয়েছেন একজন বলিষ্ঠ লেখিকা হিসাবে ৷ 'তালাশ', 'গালি বয়' এবং 'গোল্ড'-এর মতো কাজ রয়েছে রীমার ঝুলিতে ৷