মুম্বই, 6 অগস্ট: শনিবার ছিল কাজলের 49তম জন্মদিন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তাঁর হাবি অজয় দেবগন । শনিবার গানের ভাষায় বেটারহাফ-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অজয় দেবগন লেখেন, "তারিফ করু কেয়া তেরি...হ্যাপি বার্থ ডে কাজল ৷" কাজলকে শুভেচ্ছা জানান তাঁর বন্ধুবান্ধব ও অনুগামীরা ৷ আর আজ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অভিনেত্রী ৷ সেই পোস্টে তাঁর বিরাট বার্থ ডে কেকেরও ছবি দিয়েছেন তিনি ৷ আর জানিয়েছেন, এমন একটা জন্মদিন পেয়ে তিনি নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন ৷
জন্মদিনের কেকের ছবি পোস্ট: রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন কাজল ৷ সেই ছবিতে আউট অফ ফোকাসে দেখা যাচ্ছে যে, পেছনে সোফায় বসে হাসিমুখে ফোনে কথা বলছেন 'দ্য ট্রায়াল' অভিনেত্রী ৷ আর ক্যামেরার একেবারে সামনে জ্বলজ্বল করছে তাঁর বিশাল ভ্যানিলা কেক ৷ সাদা সেই কেকে সোনালি হরফে লেখা হ্যাপি বার্থ ডে ৷
'আমি আশীর্বাদধন্য': এই ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন, "এই ঘরটি এবং এই দিনটি এত ভালবাসা, হাসি, আশীর্বাদ এবং সমস্ত ভালো জিনিসে পূর্ণ হয়েছে যার আমি নামও করতে পারছি না...আমি শুধু বলতে পারি যে আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য, আমি আশীর্বাদধন্য...৷"