পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

22 বছর পেরিয়ে দু-দশকের পথে! শাসন-পরম্পরা-ভালোবাসায় আজও দর্শকদের আবেগে ভাসায় 'কভি খুশি কভি গম' - Hrithik Roshan

Kabhi Khushi Kabhie Gham: সিনেপর্দায় 22 বছর সম্পন্ন করল করণ জোহরের কভি খুশি কভি গম ৷ দর্শকদের পাশাপাশি, আবেগে ভাসলেন পরিচালক করণ ও অভিনেত্রী কাজল ৷

Etv Bharat
'কভি খুশি কভি গম' ছবির 22 বছর

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 1:31 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: আজকের দিনেই পরিচালক করণ জোহর পরিচয় করিয়েছিলেন রায়চন্দ পরিবারের সঙ্গে ৷ যশবর্ধন রায়চন্দ, নন্দিনী রায়চন্দ, রাহুল ও রোহান রায়চন্দ পরিবারের ঐতিহ্য-গৌরব চোখ ধাঁধানোর মতোই ৷ অন্যদিকে, চাঁদনি চকের অঞ্জলি শর্মা ও পূজাও নিজেদের জগতে ছিলেন মত্ত ৷ সবকিছুই ঠিক ঠাক চলত যদি না রাহুল-অঞ্জলি কাছাকাছি আসত ৷ যদি না রায়চন্দ পরিবারের ঐতিহ্য ও পরম্পরা নিয়ে প্রশ্ন উঠত ৷

পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ব-কর্তব্য সবকিছুর মিশেল যেন একটা ছবিতে ঢেলে দিয়েছিলেন পরিচালক করণ জোহর ৷ দেখতে দেখতে 22 টা কাটিয়ে দিল 'কভি খুশি কভি গম' ৷ 2001 সালে মুক্তি পাওয়া এই ছবিকে হৃদয় থেকে ভালোবাসা দিয়েছে দর্শক ৷ টেলিভিশনের পর্দায় আজও যে ছবি কখনও হাসায় আবার কখনও কাঁদায়, সেই ছবিকে ঘিরে নস্টালজিক অভিনেতা-অভিনেত্রীরাও ৷

সোশাল মিডিয়ায় পরিচালক করণ লিখেছেন, "প্রতি বছর আমি এটা মনে করিয়ে দিই যে নিজের পরিবাররকে ভালোবাসো ৷ আর সেই স্পিরিট 22 বছর পরেও আমার দর্শক ধরে রেখেছে ৷ মন থেকে আমি ধন্যবাদ দিতে চাই অমিতা বচ্চন স্যারকে, জয়া বচ্চন ম্যামকে, শাহরুখ ভাই, কাজল ডুগ্গু (হৃত্বিক রোশন) ও বেবো (করীনা কাপুর খান) ছাড়াও ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে যাঁরা এই জার্নিকে স্বমরনীয় করে রেখেছে আজও ৷"

সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে কাজল লিখেছেন, " সারাজীবন মনে রাখার মতো আরও একটা স্মৃতি ৷ যশ(চোপড়া) আঙ্কল এই ছবির শুটিংয়ের জন্য় ফিল্মস্তান স্টুডিয়োতে পাকাপাকিভাবে মেকআপ রুম সংস্কার করে বানিয়েছিলেন ৷ কারণ এতজন তারকাদের জন্য একসঙ্গে একাধিক ভ্যানিটি ভ্যান আনা সম্ভব ছিল না ৷ এই ছবির শুটিং সেটে অতিরিক্ত গরমে করণ জোহর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ডিহাইড্রেশনের জন্য ৷"

কাজল আরও বলেন, "এটা অভিনেতা আরিয়ানের সিনে পর্দায় ডেবিউ ছিল (শাহরুখের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁর ছেলে আরিয়ানকে), আর আমার মনে হয় এটা ফার্স্ট কামব্যাক ছিল ৷ আর এটাই প্রথমবার ও শেষবার ছিল আমি যখন কোনও পিরামিডের সামনে দাঁড়িয়ে ছিলাম ৷ তাই, এই ছবি জীবনের ক্ষেত্রে ও সিনেমার ক্ষেত্রে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বড় ভূমিকা রেখেছে ৷"

আসলে কভি খুশি কভি গম ভারতীয় চলচ্চিত্রে অন্যতম পারিবারিক সিনেমা যা বিভিন্ন জেনেরেশনে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ৷ মূলত, যশ তোপড়ার 'কভি কভি' (1976) ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন করণ জোহর ৷ 2000 সালের 16 অক্টোবর ছিল ছবির প্রথম দিনের শুটিং ৷ বোল চুড়িয়া গানে সকল তারকাদের দেখা যায় এখানে ৷ 20 তারিখ শুটিংয়ে আসেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ৷ এতজন কাস্টকে একসঙ্গে নিয়ে গান পরিচালনা, তার মধ্যে অত্যাধিক গরম ৷ সব মিলিয়ে সেটে অজ্ঞান হয়ে পড়েন পরিচালক করণ ৷ অবশেষে শুয়ে শুয়ে এই গানের পরিচালনা করেন তিনি ৷

অভিনয়ের পাশাপাশি মনে দাগ কাটে ছবির প্রতিটা গান ৷ যতিন-ললিত, সন্দেশ সান্ডিল্য ও আদেশ শ্রীবাস্তবের সুরে, সমীরের লেখনীতে ছবির 11টি গান মনে গেঁথে গিয়েছে দর্শকদের ৷ 22 বছর পরেও সেই স্মৃতি আজও টাটকা-তরতাজা ৷

আরও পড়ুন

1. 99-তে শো-ম্যান, রাজ কাপুরের জন্মদিনে ফিরে দেখা ভারতীয় সিনেমার সোনালি অতীত

2.আইএমডিবি'র বিচারে জনপ্রিয় ভারতীয় তারকা, তালিকায় শীর্ষে তৃপ্তি

3.29তম চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত অঞ্জনের 'চালচিত্র এখন', সম্মানিত হলেন আর কারা?

ABOUT THE AUTHOR

...view details