মুম্বই, 8 ডিসেম্বর: দীর্ঘ লড়াইয়ের অবসান ৷ চির ঘুমের দেশে পাড়ি দিলেন জুনিয়র মেহমুদ ৷ 67 বছর বয়সী অভিনেতা দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ৷ পাকস্থলীতে ক্যানসার হয়েছিল অভিনেতার ৷ ফোর্থ স্টেজের মারণ রোগ থেকে জুনিয়র মেহমুদকে সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যান চিকিৎসকরাও ৷ কিন্তু সব চেষ্টাকে পিছনে ফেলে চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন সকলের মনে রাজ করে যাওয়া কমেডিয়ান জুনিয়র মেহমুদ ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে ৷
কিছুদিন আগেই কৌতুক অভিনেতা জনি লিভার দেখা করেন মেহমুদের সঙ্গে ৷ অভিনেতার এই খবর শুনে ভক্তরাও উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ একসময় পর্দায় ঝড় তোলা অভিনেতাকে এইভাবে দেখে খারাপও লাগে অনেক অনুরাগীর ৷ তাঁকে দেখতে ছুটে যান অভিনেতা জিতেন্দ্র ও শচীন পিলগাঁওকর ৷ পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই ডাকেই সাড়া দেন সকলে ৷
ষাট এবং সত্তরের দশকের অতি পরিচিত চলচ্চিত্র শিল্পী ছিলেন জুনিয়র মেহমুদ ৷ সেই সময় রূপোলি পর্দায় একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷ প্রায় 256টি ছবিতে অভিনয় করেছেন। জুনিয়র মেহমুদের আসল নাম মহম্মদ নঈম সৈয়দ। জুনিয়র মেহমুদ নামটি তাঁকে দিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা মেহমুদ। জুনিয়র মেহমুদ 'ব্রহ্মচারী', 'দো রাস্তে', 'আন মিলো সাজনা', 'কাটি পতঙ্গ', 'হাথি মেরে সাথী', 'কারভান', 'হরে রামা হরে কৃষ্ণা,' 'গীত গাতা চল, '-এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। এছাড়াও 2012 সাল থেকে জুনিয়র মেহমুদ কাজ করেছেন টেলিভিশনের পর্দাতেও ৷ প্যায়ার কা দর্দ হ্যায় মীঠা মীঠা প্যায়ারা প্যায়ারা, এক রিস্তা সাঝেদারি কা, তেনালি রামা ধারাবাহিকে কাজ করেছেন অন্যতম কমেডিয়ান জুনিয়র মেহমুদ ৷ তাঁর প্রয়াণে শোক প্রকাশ বলিউডে ৷