হায়দরাবাদ, 16 অগস্ট: 'বিক্রম বেদা' ছবিতে তাঁর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়োনোর পর সইফ আলি খানকে চরম ট্রলের মুখে পড়তে হয় 'আদিপুরুষ' ছবির জন্য ৷ ওম রাউত পরিচালিত এই ছবিতে রাবণরূপী সইফের লুক একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের ৷ এবার আরও একটি বসন্ত পার করে ফেললেন এই অভিনেতা ৷ আর জন্মদিনেই সামনে এল তাঁর নতুন ছবি 'দেবারা'র ফার্স্ট লুক ৷ এই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন জুনিয়র এনটিআরও ৷ তিনিও এদিন শুভেচ্ছা জানালেন সইফকে ৷ অভিনেতাকে শুভেচ্ছা জানালেন স্ত্রী করিনা কাপুর খানও ৷
জুনিয়ার এনটিআর এদিন তাঁর নতুন ছবির খলনায়কের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সইফ স্য়ার ৷ দেবারা ছবির ফার্স্ট লুক ৷" এই ছবিতে জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ৷ এই ছবির হাত ধরেই দক্ষিণে অভিষেক করবেন তিনি ৷ 'দেবারা' পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরাতোলা শিবা ৷ আর এই ছবিতে সইফকে দেখা যাবে খলনায়কের চরিত্রে ৷ পরিচালক এখন এই ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্য়ের শুটিং করছেন বলে জানা গিয়েছে ৷