পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jr NTR on Pushpa 2: আল্লুর 'পুষ্পা 2'র সেটে আচমকাই হাজির জুনিয়র এনটিআর! - পুষ্পা 2 ছবির সেটে হাজির জুনিয়র এনটিআর

'পুষ্পা 2' ছবির সেটে হাজির জুনিয়র এনটিআর! রামোজি ফিল্ম সিটি থেকে ভাইরাল হওয়া একটি ছবি দেখে তেমনটাই ধারনা হয়েছে অনুুরাগীদের ।

Jr NTR pays visit to Allu Arjun on Pushpa 2 sets in Hyderabad
পুষ্পা 2 ছবির সেট দেখতে এলেন জুনিয়র এনটিআর

By

Published : Apr 27, 2023, 4:48 PM IST

হায়দরাবাদ, 27 এপ্রিল: আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ছবির সেটে সম্প্রতি দেখা গেল আরেক দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে । এখন 'পুষ্পা 2' ছবির শ্যুটিং চলেছে রামোজি ফিল্ম সিটিতে। সুকুমারের এই ছবির সেটেই এসেছিলেন জুনিয়র এনটিআর । সোশাল মডিয়ায় তাঁর যে ছবিটি ঘুরে বেড়াচ্ছে তা দেখে তেমন ধারণাই হয়েছে অনুরাগীদের। তবে তিনি ছবির সেটে গিয়েছিলেন কি না তা সঠিক ভাবে জানা নেই ।

প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর এখন 'পুষ্পা: দ্য রুল' ছবির মুক্তির জন্যই অপেক্ষা করে রয়েছেন ফ্য়ানেরা । চন্দন কাঠের চোরা চালান নিয়ে তৈরি এই গল্পে নায়ক পুষ্পা । চোরা কারবারিদের বাজার থেকেই একটু একটু করে উত্থান তাঁর। বুদ্ধির জোরে পুলিশের চোখে ধুলো দিয়ে কখনও বা পুলিশের সঙ্গে রফা করে সে এগিয়ে নিয়ে যায় তার ব্যবসা । এরই মাঝে তার জীবনে প্রেম এসেছে । পুষ্পা বসেছে বিয়ের পিঁড়িতেও । আবার নতুন ইনসপেক্টরের সঙ্গে তাঁর ঝগড়াও চলেছে পুরোদমে । এবার কোনদিকে মোড় নেবে এই গল্প, সেটাই দেখার ।

ইতিমধ্য়েই সামনে এসেছে পুষ্পার পরবর্তী পর্বের টিজার । সুকুমারের এই ছবির গল্প শুরু হয়েছে পুষ্পার নিখোঁজ হওয়ার খবর দিয়ে । সকলে যখন ধরেই নিয়েছে সে মারা গিয়েছে । তখন জঙ্গলের এক গোপন ক্যামেরার ধরা পড়েছে পুষ্পার উপস্থিতি। এরপরের কাহিনীর জন্য় অপেক্ষা ছাড়া গতি নেই । 'পুষ্পা 2' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল ।

ছবির প্রথম পর্ব সামনে আসার আগেই নির্মাতারা জানিয়ে দিয়েছিলেন ছবিটির দু'টি পর্ব রয়েছে। দ্বিতীয় পর্বের ছবির শ্যুটিং কিছুটা অবশ্য় হয়ে গিয়েছিল ছবির প্রথম পর্বের কাহিনি সামনে আসার আগেই । কিন্তু সুকুমার জানান, তিনি আবার পুরোটাই নতুন করে বানাতে চান । তাই আবারও নতুন করে ছবির শ্য়ুটিংয়ের ব্যবস্থা করেন নির্মাতারা। গতবছর অগস্টে শুরু হয়েছিল ছবির শ্যুটিংয়ের কাজ ।

আরও পড়ুন:সামান্থার জন্য মন্দির বানালেন 'জাবরা ফ্যান'

ABOUT THE AUTHOR

...view details