কলকাতা, 31 অগস্ট: ঘটনার সূত্রপাত প্রযোজক রানা সরকারের তিনটি ছবির কাজ বন্ধ করে দেওয়াকে নিয়ে (Rana Sarkar) । প্রযোজক রানা সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তাঁর থেকে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে টেকনিশিয়ানদের । আর তাই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর আগামী ছবি 'কলকাতা ৯৬', 'লহ গৌরাঙ্গের নাম রে' ও 'বেহায়া'র শ্যুটিং । সিনে সাপ্লায়ার্স গিল্ডের দাবি যে, আগের টাকা না মেটালে তাঁর আগামী তিনটি ছবি করতে দেওয়া হবে না ।
অন্যদিকে রানা সরকারের পাল্টা দাবি, কেউ তাঁর কাছ থেকে টাকা পায় না ৷ এরপর প্রযোজক সামাজিক মাধ্যমে একটি অডিয়ো ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, "জোর গলায় বলছি , আমার কাছে কেউ টাকা পায়না । কেউ টাকা পায় সেটা প্রমাণ করতে পারলে আমি তার দ্বিগুণ অর্থ দেব । যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে শ্যুটিং হবে না, আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য সিনেমা বানাতে গিয়েছিলাম উলটে আমাদেরই ধমকি দেওয়া হল । এর প্রতিকার না হলে শ্যুটিং হবে না । আমার একা দায় নেই ভালো সিনেমা বানানোর । আমি ইতিমধ্যেই 25 লক্ষ টাকা খরচ খরচ ফেলেছি ৷ তবুও প্রাণের ভয় নিয়ে কাজ করবো না ৷"
তিনি আরও লেখেন, "এইসব ভেন্ডর সাপ্লায়ারসদের অধিকাংশের জিএসটি রেজিস্ট্রেশন নেই । কর ফাঁকি দেয় । এদের মধ্যে একজন জাল নথি দিয়ে আদালতে মামলা করতে গিয়েছিল । এখন পুলিশের তাড়া খেয়ে বেড়াচ্ছে । এরা মিথ্যা দাবি করে বাংলা সিনেমার ক্ষতি করছে ৷ আমি কোথাও পালিয়ে যাইনি, পালিয়ে যাওয়ার চেষ্টাও করিনি, কেনই বা পালাবো । কী অপরাধ করেছি ? আমি কি লন্ডনে মানুষ পাচার করি নাকি পাইরেসি ব্যবসা চালাই নাকি চিট ফান্ড চালাই ? আমি কলকাতাতেই আছি , থাকব। আইনি পথে এর শেষ দেখে ছাড়বো । গুন্ডাগিরি করে, হুমকি ধমকি দিয়ে যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিচার করতেই হবে । ততদিন 'বেহায়া' সমেত আমার সব সিনেমার শ্যুটিং বন্ধ থাকবে...।"
প্রসঙ্গত, এর আগে রানা সরকারের বিরুদ্ধে টেকনিশয়ান ও অভিনেতাদের প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ ওঠে। যদিও রানা সরকারের দাবি তিনি সব বকেয়া টাকা সবাইকে মিটিয়ে দিয়েছেন । তা হলে আবার কেন এই নিয়ে জলঘোলা তা বেশ রহস্যজনক । রানা সরকারের পোস্ট দেখার পর অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট দেন । তিনি লেখেন, “এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে । নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয় । নির্লজ্জের মতো সোশাল মিডিয়ায় জ্ঞান দান করে আর সবার সঙ্গে ছবি দেয় । আজব জীব (Joyjit Rana Controversy)।”