কলকাতা, 6 মে : 1950 সালের পটভূমির ওপর ভিত্তি করে এবার আসতে চলেছে নতুন ছবি 'পরিচয় গুপ্ত' ৷ পরিচালক রন রাজ ৷ ছবিটি মূলত এক জমিদার এবং তাঁর প্রিয় বন্ধু একজন আর্কিওলজিস্টের গল্প । সম্প্রতি হাজির হয়েছে ছবির ফার্স্ট লুক (New film Porichoy Gupta is Coming Soon)।
ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত। ছবিতে বৃহন্নলার সাজে দেখা যাবে জয় সেনগুপ্তকে ৷ ছবির নাম দেখলে মনে হয়, কোনও কিছুর পরিচয়কে গোপন রাখার চেষ্টা করা হয়েছে এই গল্পে ।
এই প্রসঙ্গে পরিচালক রন রাজ বলেন,"পরিচয় গুপ্ত এই নামটা থেকেই বোঝা যাচ্ছে কোনও কিছুর সিক্রেট আইডেন্টিটি । সমাজের প্রতিটি মানুষের মধ্যেই একটা সিক্রেট আইডেনটিটি থাকে । কিন্তু অনেকেই হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই সব পরিচয় গোপন করে রাখে । এটা সেরকমই একটা গল্প ।"