পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Joy Jagannath Serial : মহারাজা প্রতাপ রুদ্র আর নিমাইয়ের গল্প নিয়ে আসছে 'জয় জগন্নাথ' ধারাবাহিকের বিশেষ রথযাত্রা পর্ব - মহারাজা প্রতাপ রুদ্র আর নিমাইয়ের গল্প নিয়ে আসছে জয় জগন্নাথ ধারাবাহিকের বিশেষ রথযাত্রা পর্ব

'জয় জগন্নাথ' ধারাবাহিকে এবার দর্শকরা দেখবেন রথযাত্রার বিশেষ পর্ব ৷ নিমাই এবং ওড়িশার মহারাজা প্রতাপ রুদ্রের কাহিনি উঠে আসবে এই পর্বে (Special Rath Yatra Episode In Joy Jagannath)৷

Special Rath Yatra Episode In Joy Jagannath
মহারাজা প্রতাপ রুদ্র আর নিমাইয়ের গল্প নিয়ে আসছে 'জয় জগন্নাথ' ধারাবাহিকের বিশেষ রথযাত্রা পর্ব

By

Published : Jun 22, 2022, 7:36 PM IST

কলকাতা, 22 জুন :বাংলার বারো মাসে তেরো পার্বণ ৷পাল্লা দিয়ে সেইসব উৎসব উদযাপন থেকে বিরত থাকে না বাংলা ধারাবাহিকগুলিও ৷ সামনেই রথযাত্রা । তাই 'জয় জগন্নাথ' ধারাবাহিকে দর্শকরা দেখবেন রথযাত্রা উপলক্ষে বিশেষ পর্ব (Joy Jagannath serial to telecat special Rath Yatra episode) ৷ প্রতাপ রুদ্র দেব ছিলেন ওড়িশার তৃতীয় গজপতি সম্রাট । তিনি 1497 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেছিলেন । শাসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ বৈষ্ণব এবং সাধকও । শ্রী চৈতন্য তাঁর শাসনকালেই ওড়িশায় আসেন ।

শত্রু রাজ্য বিজয়নগর, বাংলার হোসেন শাহী রাজবংশ এবং গোলকোণ্ডার কুতুব শাহী রাজবংশের তিনটি সম্মুখ আক্রমণ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ভূখণ্ড রক্ষায় তাঁর জীবন ছিল সামরিক অভিযানে পূর্ণ। তবে প্রতিবেশী শত্রু রাজ্যগুলির কাছে তাঁর ভূখণ্ডের একটি বড় অংশ হারিয়েছিলেন এবং ওড়িশার সামরিক আধিপত্য খর্ব হওয়ার সূচনা করেছিলেন ৷ যা প্রায় 600 বছর ধরে অব্যাহত ছিল । প্রজাবৎসল এই রাজার সঙ্গে নিমাইয়ের কীভাবে দেখা হয়, তারপরেই বা কী হয়, তা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

'জয় জগন্নাথ' ধারাবাহিকে এবার দর্শকরা দেখবেন রথযাত্রার বিশেষ পর্ব

প্রতাপ রুদ্রের চরিত্রে এবার দেখা যাবে প্রিয়ম চক্রবর্তীকে আর নিমাইয়ের চরিত্রে রয়েছেন বিপুল পাত্র । দু'জনেই ভাগ করে নিলেন আসন্ন রথ যাত্রা পর্ব নিয়ে নিজেদের অনুভূতির কথা । বিপুল বলেন, "আজ নিমাইয়ের নবদ্বীপ থেকে পুরীতে প্রবেশ করার সময়ের শ্যুটিং চলছে । নিমাই থেকে চৈতন্য হয়ে ওঠার জার্নি শুরু হবে রথযাত্রা থেকেই । আসছে অনেক চমক । এই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে কাঁথিতে নিজের ছেলেবেলার কথা খুব মনে পড়ে ।"

নিমাই এবং ওড়িশার মহারাজা প্রতাপ রুদ্রের কাহিনি উঠে আসবে এই পর্বে

আরও পড়ুন: কর্মে ডাকাত, ধর্মে স্বাধীন; মুক্তি পেল রণবীরের 'শামশেরা'র টিজার

অন্যদিকে মহারাজাপ্রতাপ রুদ্র অর্থাৎ প্রিয়ম চক্রবর্তীও তুলে ধরলেন তাঁর চরিত্রের কথা ৷ তিনি বলেন, "সে সময় রথযাত্রায় রাজা-মহারাজাদের বিশেষ ভূমিকা থাকত না । কিন্তু রাজা প্রতাপ রুদ্র মহারাজ হয়েও ঝাড়ু দিতেন রথের দিনে । মিশে যেতেন সাধারণের সঙ্গে । কাঙালের মতো উপস্থিত হতেন জগন্নাথদেবের সামনে । মহারাজের ঝাড়ু দেওয়ার পর বা পদমার্জনার পর রথযাত্রা শুরু হত । আজ সেই সবেরই শ্যুটিং চলছে । নিজেকে অন্যভাবে আবিষ্কার করছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details