পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Joker 2: প্রকাশ্যে এল জোকার 2'র নয়া লুক, দাগী অপরাধী হিসাবে ফিরছেন জোয়াকিন ফিনিক্স - টড ফিলিপস

জোকারের সিক্যুয়েলে প্রত্যাবর্তন অভিনেতা জোয়াকিন ফিনিক্সের ৷ বৃষ্টির মধ্যে নয়া লুক প্রকাশ্যে এল তাঁর ৷ আগামী বছরের অক্টোবরে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ।

Joker 2
জোকার 2 সিনেমা

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:34 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর: দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের 4 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষিত সিনেমা জোকার: ফোলি এ ডিউক্স ৷ মঙ্গলবার এই ক্রাইম ফিল্মের মুখ্য চরিত্র জোয়াকিন ফিনিক্সের নতুন লুক তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন পরিচালক টড ফিলিপস ৷ আমেরিকান পরিচালকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সিনেমার মূখ্য চরিত্র এবং তাঁকে ঘিরে রেখেছে উজ্জ্বল এবং রঙিন ছাতা । অভিনেতার এই নয়া লুক শেয়ার করে টড ফিলিপস ক্যাপশনে লিখেছেন, "4 অক্টোবর । সমস্ত মেসেজের জন্য ধন্যবাদ । চার বছর আগে আমরা যাত্রা শুরু করেছিলাম । অনেক দুর্দান্ত স্মৃতি হয়েছে । আরও তৈরি হবে ।"

এর আগে এপ্রিলের শুরুতে নির্মাতারা ছবিটির দ্বিতীয় পার্ট আসার কথা ঘোষণা করেছিলেন, যা দর্শকের মনে সিনেমাটির প্রতি প্রত্যাশা বাড়িয়েছে ৷ এই ছবি মুক্তি পেতে এখনও এক বছর বাকি ৷ তবে তার আগেই ভক্তরা গথাম সিটির দাগী অপরাধীর ছোট্ট ঝলক দেখতে পেল । পরিচালক টড ফিলিপস জোকারের পোশাকে জোয়াকিন ফিনিক্সের ছবি পোস্ট করেছেন ৷ যেটি সম্পূর্ণরূপে ক্লাউন প্রিন্স অফ ক্রাইমকে ফুটিয়ে তুলেছে । 2024 সালের শরৎকালে ছবিটির মুক্তি পাওয়ার কথা ৷ তবে তার আগে নিশ্চিতভাবে এই নয়া লুক ভক্তদের মধ্যে প্রত্যাশাকে কয়েকগুণ বাড়িয়ে তুলবে, তা বলা যায়। আরেকটি পোস্টে হার্লে কুইনের ভূমিকায় লেডি গাগার একটি ক্লোজ-আপ শট শেয়ার করেছেন ছবির পরিচালক ৷ যেটি তাঁর লুককে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে ।

আরও পড়ুন:32 বছর পর পর্দায় একসঙ্গে রজনী-অমিতাভ, আসছে 'থালাইভার 170'

ছবিটি শেয়ার করে টড লিখেছেন, "এটি একটি মোড়ক । ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে উপহার পাওয়া এই দুজন (সঙ্গে পুরো কাস্ট) এবং সেরা ক্রুকে ধন্যবাদ । উপরে থেকে নীচে এখন একটি গুহায় হামাগুড়ি দিতে (এডিট রুম) এবং সবটাকে একসঙ্গে রাখতে যাচ্ছি ।" জোকারের প্লটের সিক্যুয়ালটি এখনও একটি রহস্য ৷ যদিও আভাস পাওয়া যাচ্ছে এটি ব্যাটম্যান থেকে অনুপ্রেরণা নেবে ।

ABOUT THE AUTHOR

...view details