মুম্বই, 11 জুলাই:এই খবর আগেই সামনে এসেছিল যে পরিচালক দীনেশ বিজয়নের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অ্য়াকশন হিরো জন আব্রাহাম ৷ এবার সামনে এল তাঁর নতুন ছবির টিজার, পোস্টার ও অ্যানাউন্সমেন্টের ভিডিয়ো ৷ জনের শেষ ছবি 'অ্যাটাক-পার্ট ওয়ান' অবশ্য় সেভাবে সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে ৷ তবে ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে তাঁর আগামী ছবি 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার ৷ এই ছবি দর্শকদের মন কতখানি জয় করে নেবে তা বলার সময় অবশ্য এখনও আসেনি ৷ তবে এরই জন অনুরাগীদের জন্য় একটি বড় খবর দিলেন অভিনেতা ৷
তাঁর নতুন ছবি 'তেহরান'-এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়োটি শেয়ার করে জন লিখেছেন, "লাইটস, ক্যামেরা, অ্যাকশন! তেহরান-এর শ্যুটিং শুরু!(John Abraham New Film Tehran Goes to the Floors)" স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত ফ্যানেরা ৷ অনেকেই জনের এই পোস্টের নীচে লিখেছেন "আর অপেক্ষা করতে পারছি না...৷" কেউ কেউ শুভেচ্ছা জানিয়ে আবার শেয়ার করেছেন হৃদয়ের ইমোজিও ৷