হায়দরাবাদ, 14 এপ্রিল:বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল চর্চায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ অভিনেতার প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধ নিয়ে সরগরম সমস্ত মাধ্যম ৷ এবার তিনি আবার ফিরলেন পর্দায় ৷ আসছে তাঁর নতুন ছবি 'যোগীরা সারা রা রা' ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 12 মে ৷ শুক্রবার সামনে এল ছবির টিজার ৷
টিজারে অবশ্য় গল্পের আভাস খুব একটা দেওয়া হয়নি ৷ তবে এই গল্পে একটি সাধারণ গ্রাম্য় মানুষের চরিত্রে অভিনয় করবেন নওয়াজ ৷ চরিত্রের নাম যোগী প্রতাপ ৷ যার জুগাড় (জোগাড়ের পরিকল্পনা) কখনও ব্যর্থ হয় না ৷ নওয়াজের বিপরীতে দেখা যাবে নেহা শর্মাকে ৷ 'যোগীরা সারা রা রা' একটি রোম্যান্টিক কমেডি বা রমকম ঘরানার ছবি ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কুষাণ নন্দী ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নাঈম এ সিদ্দিকী ৷
'যোগীরা সারা রা রা'র গল্প লিখেছেন গালিব আসাদ ভোপালি ৷ এই টিজারে গল্পের আভাস খুব একটা মেলেনি ঠিকই তবে দেখা গিয়েছে বিয়ের মণ্ডপ থেকে হবু বধূকে তুলে নিয়ে আসছেন অভিনেতা ৷ নির্মাতারা রমকম ঘরানার গল্প হলেও বেশ কিছু টুইস্ট বাঁক থাকবে 'যোগীরা সারা রা রা'র গল্পে ৷ ছবিতে নেহা এবং নওয়াজ ছাড়াও থাকছেন জরিনা ওয়াহব, মহাক্ষয় চক্রবর্তী এবং সঞ্জয় মিশ্রের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷
নওয়াজের হাতেও এখন বেশ কিছু কাজ রয়েছে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে হাড্ডি ছবিতে ৷ এই ছবিতে নওয়াজকে দেখা যাবে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে ৷ তাঁর সঙ্গে এই প্রোজেক্টে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকেও ৷ এই ছবির প্রথম লুক সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল বিভিন্ন মাধ্য়মে ৷ নওয়াজকে পর্দায় শেষবার দেখা গিয়েছে গত বছর ৷ গতবছর তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন টাইগার শ্রফের সঙ্গে ৷ ছবির নাম ছিল 'হিরোপন্তি 2' ৷
আরও পড়ুন:প্রথম বিবাহ বার্ষিকী! মেয়ে জামাইকে নিয়ে আবেগী বার্তা আলিয়ার মা সোনির