ওয়াশিংটন, 2 এপ্রিল: চলচ্চিত্র নির্মাতা অ্যারি অ্যাস্টার তাঁর লেটেস্ট ফিল্ম জোয়াকিন ফিনিক্স অভিনীত 'বিউ ইজ অ্যাফ্রেড'-এর স্ক্রিনিং করে চমকে দিলেন দর্শকদের ৷ এ দিকে, দর্শকরা তখন মিডসোমারের স্ক্রিনিং দেখতে গিয়েছিলেন ৷ ডেডলাইনের রিপোর্ট বলছে, এটি একটি এপ্রিল-ফুল প্র্যাঙ্ক ছিল, যা ছিল পরিচালকের মস্তিষ্ক-প্রসূত ৷
চলচ্চিত্র নির্মাতা এবং ফিনিক্স নিউইয়র্কের আলামো ড্রাফ্টহাউস সিনেমায় দর্শকদের সঙ্গে এই ছবিটির পরিচয় করিয়ে দেন । তিন ঘণ্টার স্ক্রিনিং শেষে এমা স্টোন চলচ্চিত্র সম্পর্কে কথা বলার জন্য অ্যাস্টারের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন । ফিনিক্সের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাস্টার বললেন, অভিনেতার সঙ্গে "সবকিছুই সৎ অনুভূতি নিয়ে করতে হবে" এবং বেশ কয়েকটি টেক নিতে হয় ৷
ছবিটির সেট থেকে পরিচালক একটি ঘটনা শেয়ার করেছেন যেখানে ফিনিক্স অজ্ঞান হয়ে পড়েছিলেন ৷ ছবিতে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করা পট্টি লুপোন যখন একটি দৃশ্যের শুটিং করছিলেন, তখনই এই ঘটনা ঘটে ৷ সেই ঘটনার কথা স্মরণ করে অ্যাস্টর বলেন, "একটি দৃশ্য ছিল যা পট্টির জন্য খুবই গুরুত্বের ছিল ৷ তখন হঠাৎ করেই তিনি (ফিনিস্ক) ফ্রেমের বাইরে পড়ে গেলেন ৷ আমি সত্যিই রেগে গিয়েছিলাম, কারণ সেটা সত্যিই একটি ভালো শট ছিল ৷ আমি আশ্চর্য হয়ে গেলাম ৷ যেখানে তিনি পড়ে গিয়েছিলেন, সেই কোণে গেলাম ৷"