পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

April-Fool Screening: 'বিউ ইজ অ্যাফ্রেড'-এর সেটে অজ্ঞান হয়ে যান জোয়াকিন ফিনিক্স, এপ্রিল-ফুল স্ক্রিনিংয়ে জানালেন পরিচালক - জোয়াকিন ফিনিক্স

'বিউ ইজ অ্যাফ্রেড'-এর সেটে অজ্ঞান হয়ে পড়েছিলেন জোয়াকিন ফিনিক্স ৷ এই ছবির এপ্রিল-ফুল স্ক্রিনিং করে এ কথা প্রকাশ করলেন পরিচালক অ্যারি অ্যাস্টার ৷

April-Fool Screening ETV Bharat
জোয়াকিন ফিনিক্স

By

Published : Apr 2, 2023, 12:31 PM IST

ওয়াশিংটন, 2 এপ্রিল: চলচ্চিত্র নির্মাতা অ্যারি অ্যাস্টার তাঁর লেটেস্ট ফিল্ম জোয়াকিন ফিনিক্স অভিনীত 'বিউ ইজ অ্যাফ্রেড'-এর স্ক্রিনিং করে চমকে দিলেন দর্শকদের ৷ এ দিকে, দর্শকরা তখন মিডসোমারের স্ক্রিনিং দেখতে গিয়েছিলেন ৷ ডেডলাইনের রিপোর্ট বলছে, এটি একটি এপ্রিল-ফুল প্র্যাঙ্ক ছিল, যা ছিল পরিচালকের মস্তিষ্ক-প্রসূত ৷

চলচ্চিত্র নির্মাতা এবং ফিনিক্স নিউইয়র্কের আলামো ড্রাফ্টহাউস সিনেমায় দর্শকদের সঙ্গে এই ছবিটির পরিচয় করিয়ে দেন । তিন ঘণ্টার স্ক্রিনিং শেষে এমা স্টোন চলচ্চিত্র সম্পর্কে কথা বলার জন্য অ্যাস্টারের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন । ফিনিক্সের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে অ্যাস্টার বললেন, অভিনেতার সঙ্গে "সবকিছুই সৎ অনুভূতি নিয়ে করতে হবে" এবং বেশ কয়েকটি টেক নিতে হয় ৷

ছবিটির সেট থেকে পরিচালক একটি ঘটনা শেয়ার করেছেন যেখানে ফিনিক্স অজ্ঞান হয়ে পড়েছিলেন ৷ ছবিতে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করা পট্টি লুপোন যখন একটি দৃশ্যের শুটিং করছিলেন, তখনই এই ঘটনা ঘটে ৷ সেই ঘটনার কথা স্মরণ করে অ্যাস্টর বলেন, "একটি দৃশ্য ছিল যা পট্টির জন্য খুবই গুরুত্বের ছিল ৷ তখন হঠাৎ করেই তিনি (ফিনিস্ক) ফ্রেমের বাইরে পড়ে গেলেন ৷ আমি সত্যিই রেগে গিয়েছিলাম, কারণ সেটা সত্যিই একটি ভালো শট ছিল ৷ আমি আশ্চর্য হয়ে গেলাম ৷ যেখানে তিনি পড়ে গিয়েছিলেন, সেই কোণে গেলাম ৷"

অ্যাস্টার আরও বলেন, অন্য কারও শট নেওয়ার সময় ফিনিক্স অজ্ঞান হয়ে যান ৷ সেই সময় তাঁর উপর ক্যামেরা ছিল না ৷ তিনি শুধু সেই শটের জন্য সাহায্য করছিলেন ৷ তখনই আচমকা অচেতন হয়ে পড়ে যান ফিনিক্স ৷ ডেডলাইন তাদের রিপোর্টে এই তথ্য জানিয়েছে ।

আরও পড়ুন:এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

এ24 এর 'বিউ ইজ অ্যাফ্রেড'-এর গল্প একজন প্যারানয়েড ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি তাঁর মায়ের কাছে যাওয়ার জন্য মহাকাব্য ওডিসি শুরু করেছেন ৷ এই চলচ্চিত্রে নাথান লেন, অ্যামি রায়ান, কাইলি রজার্স, ডেনিস মেনোচেট, পার্কার পোসি, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, রিচার্ড কাইন্ড, হেইলি স্কোয়ার্স এবং মাইকেল গ্যান্ডলফিনি-সহ আরও অনেকে । এই ছবি 21 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details