হায়দরাবাদ, 7 জুন: 'কোটা ফ্য়াক্টারি'-র 'জিতু ভাইয়া' কিংবা 'পঞ্চায়েত'-এর সচিবজী এবার নয়া ভূমিকায় ৷ নতুন ছবি নিয়ে আসছেন অভিনেতা জীতেন্দ্র কুমার (Jitendra Kumar New Project Jaadugar Is Coming On Netfilx) ৷ তবে বড় পর্দায় নয়, ফের একবার তাঁকে দেখা যাবে ওটিটি-তেই ৷ এবার তিনি আসছেন জাদুকরের বেশে ৷ বুধবার এমনটাই জানানো হয়েছে ওটিটি প্লার্টফর্ম নেটফ্লিক্সের তরফে ৷
'জাদুকর' নামক এই ছবির পরিচালনা করবেন সমীর সাক্সেনা ৷ অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই সামনে এসেছে জিতুর প্রথম লুকও ৷ একেবারে ট্র্যাডিশনাল ভারতীয় জাদুকরের পোশাকেই দেখা যাবে এই অভিনেতাকে ৷ অর্থাৎ মাথায় পাগড়ি, পরনে শেরওয়ানি আর হাতে থাকবে জাদুদন্ড ৷ এই ভিডিয়ো শেয়ার করে জিতু লিখেছেন,"নেটফ্লিক্সে এবার আসছে জাদুর মরশুম... কারণ জাদুকর যে আসতে চলেছে এবার...15 জুলাই ৷ "