পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jisshu Karishma New Project : এবার করিশ্মার সঙ্গে এক পর্দায় যিশু, শুরু শ্যুটিং - Jisshu Karishma New Project

এবার করিশ্মা কাপুরের সঙ্গে নিজের পরবর্তী কাজ শুরু করে দিলেন যিশু সেনগুপ্ত ৷ জি স্টুডিয়োর পরবর্তী প্রজেক্ট 'ব্রাউন'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই জুটিকে (Jisshu Sengupta Karishma Kapoor New Project Brown) ৷

Jisshu Karishma New Project
এবার করিশমার সঙ্গে এক পর্দায় যিশু, শুরু শ্যুটিং

By

Published : Apr 22, 2022, 1:05 PM IST

কলকাতা, 22 এপ্রিল : বাংলার সঙ্গে সঙ্গে তিনি যে হিন্দি এবং দক্ষিণী চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন তার কিছু ঝলক সামনে এসেছিল আগেই ৷ এবার করিশ্মা কাপুরের সঙ্গে নিজের পরবর্তী ছবির কাজ শুরু করে দিলেন যিশু সেনগুপ্ত ৷ জি স্টুডিয়োর পরবর্তী প্রজেক্ট 'ব্রাউন'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পর্দার ব্যোমকেশকে ৷ তারই প্রথম দিনের শ্য়ুটিংয়ের কাজ সেরে ফেললেন তিনি ৷

অভিনয় ডিও পরিচালিত এই প্রজেক্টের শ্যুটিং চলছে কলকাতাতেই ৷ ছবি সম্পর্কে খুব বেশি তথ্য এখনও সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী এটি আদ্যপ্রান্ত একটি ক্রাইম থ্রিলার ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভীক বড়ুয়ার 'সিটি অফ ডেথ'-এর পাতা থেকেই নাকি উঠে আসছে এই গল্পের কাহিনি ৷ শুক্রবার যিশু নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন এই সিনেমার ক্ল্যাপ বোর্ডের একটি ছবি ৷ আর সঙ্গেই তিনি জানিয়েছেন "ব্রাউন-এর প্রথমদিনের শ্য়ুটিং প্যাকআপ হল ৷"

আরও পড়ুন : নতুন ছবির শ্যুটিংয়ের জন্য় মানালিতে রণবীর-রশ্মিকা

লম্বা বিরতি শেষে এই প্রজেক্টে হাত ধরে পর্দায় ফিরছেন করিশ্মা কাপুরও (Jisshu Sengupta Karishma Kapoor New Project Brown) ৷ নিজের ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করেছেন তিনিও ৷ তিনি লেখেন, "নতুন যাত্রা শুরু #ব্রাউন ৷" যদিও এই ছবি ঠিক কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও কোনও সময়সূচি সামনে আসেনি ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সূর্য শর্মাও ৷ ইতিমধ্য়েই দর্শকমহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে যিশুর 'বাবা বেবি ও' ৷ এবার এই নতুন প্রজেক্টেও নিশ্চিতভাবেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details