মুম্বই, 12 জুন:কয়েকদিন আগেই তাঁর ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী কাজল ৷ অভিনেত্রী এও জানিয়েছিলেন তিনি আগামী কয়েকদিনের জন্য় সোশাল মিডিয়া থেকে বিরতি নেবেন ৷ পরে জানা যায়, আদতে সবটাই ছিল তাঁর আসন্ন কাজলের 'কোর্টরুম ড্রামা' 'দ্য ট্রায়াল'-এর প্রচারের কৌশল ৷ সোমবার মুক্তি পেল এই ওটিটি প্রজেক্টের ট্রেলার ৷ এই কোর্ট রুম ড্রামাটিতে কাজলের সঙ্গে মুখ্য়চরিত্রে রয়েছেন আরেক বাঙালি অভিনেতা ৷ তিনি হলেন যীশু সেনগুপ্ত ৷ যীশু এবং কাজলের সম্পর্কের রসায়ণ এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷
যীশু এখানে অভিনয় করেছেন অ্যাডিশনাল জাজ রাজীব সেনগুপ্তর চরিত্রে ৷ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই বিচারক ন্য়ায় বিচার করেন না ৷ বরং যৌন সম্পর্কের বদলে সে অপরাধীদের সুবিধা পাইয়ে দেয় ৷ শেষ পর্যন্ত এই কারণে তাকে গ্রেফতারও করা হয় ৷ সেই বিচারকেরই স্ত্রী'র ভূমিকায় অভিনয় করেছেন কাজল ৷ তার চরিত্রের নাম নয়নিকা ৷