হায়দরাবাদ, 29 মার্চ:বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও সমান দাপটের সঙ্গে কাজ করে চলেছেন যীশু সেনগুপ্ত ৷ অঞ্জন দত্তের ব্যোমকেশ এখন হিন্দি এবং দক্ষিণ ভারতেও বেশ পরিচিত ৷ আগামীতে তাঁকে দেখা যাবে রবি তেজার নতুন প্যান ইন্ডিয়া ছবি 'টাইগার নাগেশ্বর রাও'-এ ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন কৃতি স্যাননের বোন নুপুর স্যাননের সঙ্গে ৷ মঙ্গলবার নির্মাতারা জানালেন ছবির মুক্তির দিনক্ষণ (Jisshu Nupur Pan India Film Tiger Nageswara Rao)৷
নির্মাতারা জানালেন, 20 অক্টোবর পর্দায় আসতে চলেছে ছবিটি ৷ এই ছবির কাহিনি লিখেছেন ভামসি ৷ পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনিই ৷ দশেরায় ছবি মুক্তি পেতে চলেছে অর্থাৎ দুর্গা পুজো মিটতে না মিটতেই চলেছে যীশুর এই নতুন প্রজেক্ট ৷ এই ছবিতে যীশু ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, গায়েত্রী ভরদ্বাজ এবং রেনু দেশাইও ৷ ছবির গল্প নিয়ে কিছুই এখনও সামনে আসেনি ৷
বিভিন্ন দক্ষিণী ছবির সারা ভারতে সাফল্যের পর দক্ষিণী পরিচালকরাও আরও বেশি করে প্যান ইন্ডিয়া প্রজেক্ট তৈরির চেষ্টা করছেন ৷ 'পুষ্পা', 'কেজিএফ', 'আরআরআর', 'কান্তারা' বিপুল সাফল্য পেয়েছে হিন্দিতে ৷ এবার পালা রবি তেজার ৷ প্রভাস, যশ, আল্লু অর্জুনদের পথে হাঁটতে চলেছন তিনিও ৷ পাশাপাশি শাহরুখের মতো অভিনেতারা হাত মেলাচ্ছেন দক্ষিণী পরিচালকদের সঙ্গে ৷
এই ছবিও কী হতে চলেছে অ্যাকশনে ভরপুর ? উত্তর অবশ্য় জানা যায়নি ৷ তবে একথা ঠিক যে বাঙালিদের জন্য় সংবাদ খুবই খুশির যে একজন বাঙালি অভিনেতাও স্ক্রিনশেয়ার করবেন এই ধরনের বিগ বাজেট ছবিতে ৷ 'টাইগার নাগেশ্বর রাও' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিষেক আগরওয়াল ৷ সঙ্গীতের দায়িত্ব সামলাবেন জিভি প্রকাশ কুমার ৷ হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালাম ভাষা মিলিয়ে মোট পাঁচটি ভাষায় আসতে চলেছে এই ছবি ৷
আরও পড়ুন:বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো