মুম্বই, 29 জুন: 'নাচের জন্য প্রস্তুত তো ?' না এই প্রশ্ন মোটেই আমরা করছি না, নেটিজেনদের উদ্দেশ্য়ে নিজের ইনস্টা থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক করণ মালহোত্রা ৷ রণবীর কাপুরের নতুন ছবি 'শামশেরা'র ট্রেলার ইতিমধ্য়েই বেশ শোরগোল তুলেছে ৷ আর এবার নির্মাতারা সামনে আনলেন ছবির নতুন গান 'জি হুজুর' (Shamshera Movie Ji Huzoor Song is Out Now)৷ পরিচালকের দাবি এই গান শুনে না-নেচে থাকতে পারবেন না দর্শকরা ৷ আর তাই সোশাল মিডিয়ায় গানের ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "আপনি কি নাচতে প্রস্তুত ?"
অভিনয় জীবনে এই প্রথমবার রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এই গানে তাঁকে দেখা গেল বাল্লির চরিত্রে ৷ 2 মিনিট 16 সেকেন্ডের এই ভিডিয়োতে রণবীরকে দেখা গিয়েছে গ্রামের গরিব বাচ্চাদের নিয়ে নাচতে ৷ গানের শুরুতেই দেখা যায় হাওয়ার উড়তে থাকা ব্রিটিশ পতাকা ছিঁড়ে মাটিতে নামিয়ে আনছেন রণবীর ৷ জি হুঁজুর কথাটা আসলে ইংরেজ শাসনের প্রতি একটি বিদ্রুপ ৷ গানটি গেয়েছেন উদিত পুত্র আদিত্য নারায়ণ আর তাঁর গলা মিলিয়েছেন সাদাব ফারিদি ৷ গানটি রচনা, সম্পাদনা এবং প্রযোজনা করেছেন মিঠুন ৷