কলকাতা, 8 অগস্ট:কাজের পাশাপাশিব্যক্তিগত জীবন নিয়ে এখন চর্চায় রয়েছেন জিতু কমল ৷ স্ত্রী নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা অনুরাগীদের অজানা নয় ৷ এরই মাঝে মঙ্গলবার কমলেশ্বর মুখোপাধ্যায় শেয়ার করলেন 'আমি আমার মতো' ছবির শুটিংয়ের কিছু দৃশ্য ৷ ছবির শুটিং হয়েছে লন্ডনে ৷ জিতু, শ্রাবন্তী, রজতাভদের নিয়ে তৈরি এই ছবি নিয়ে এখন আলোচনা যথেষ্ট ৷ সম্প্রতি 'একটু সরে বসুন' ছবির কাজও শেষ করেছেন কমলেশ্বর ৷ তারপরই শুরু হয়েছে 'আমি আমার মতো'র কাজও ৷ খবর অনুযায়ী সেই ছবির লন্ডনের শুটিংও নাকি শেষ ৷
জিতুর এই ছবির কাজ ঠিকঠাক গতিতে চললেও খবর অনুযায়ী, জিতুর আরও একটি ছবির অবস্থা নাকি একেবারে টালমাটাল ৷ পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসবে জিতুর নতুন ছবি 'অরণ্যের দিনরাত্রি' ৷ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর উপন্যাস নিয়ে এই ছবি তৈরির কথা সামনে এসেছে আগেই ৷ এর আগেও এই উপন্যাসকে চলচ্চিত্রায়িত করেছিলেন সত্যজিৎ রায় ৷ আরও একবার সেই গল্পকেই রূপোলি পর্দায় আনার চেষ্টা করছেন অরুণ রায় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার ৷ পুজোতেই মুক্তি পাওয়ার কথা এই ছবির ৷