কলকাতা, 23 মার্চ: প্রথম বংলা ছবি হিসেবে জিতের 'চেঙ্গিজ' হিন্দিতেও মুক্তি পেতে চলেছে, একথা জানা গিয়েছিল আগেই ৷ আগামী ঈদ অর্থাৎ 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই খবরও কয়েকদিন আগেই দিয়েছেন বাঙালি সুপারস্টার ৷ এবার সামনে এল তাঁর এই নতুন ছবির হিন্দি টিজার ৷ বাংলা টিজার মুক্তি পেয়েছে আগেই । আর তা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত জিতের বাঙালি অনুরাগীরা ৷ আর বৃহস্পতিবার নির্মাতারা শেয়ার করলেন হিন্দি ভাষার টিজারও ৷
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও টিজারটি শেয়ার করেছেন এবং জানিয়েছেন এই ছবির সম্পর্কিত প্রাথমিক সব তথ্য় ৷ জিৎ বিখ্য়াত তাঁর অ্যাকশনধর্মী ছবির জন্যই ৷ যদিও শেষ ছবি 'রাবণ' তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে । তবে এবার তিনি কামব্যাক করছেন 'চেঙ্গিজ' ছবির হাত ধরে ৷ কিন্তু পিচ যে কঠিন এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বাংলায় এই ছবি মুক্তি ঠিক সাতদিন আগেই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'শেষপাতা' এবং অনির্বাণের একেন সিরিজের নতুন ছবি 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' ৷ তাই এদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে নায়ককে ৷