পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeet Shares New Video: অপেক্ষা বাড়িয়ে দিলেন জিৎ, সামনে এল 'চেঙ্গিজ'-এর নতুন ভিডিয়ো

জিতের নতুন ছবি 'চেঙ্গিজ'-এর সম্পাদনার কাজ চলেছে ৷ এবার সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা নিজেই (Jeet Upcoming Film Chengiz) ৷

Jeet Shares New Video
জিতের নতুন ছবি চেঙ্গিজএর সম্পাদনার কাজ চলেছে

By

Published : Feb 22, 2023, 11:55 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: জিতের নতুন ছবি 'চেঙ্গিজ' কবে পর্দায় আসবে তাঁর জন্য বেশ অনেকদিন ধরেই অপেক্ষায় ভক্তরা ৷ এবার তাঁদের আগ্রহের পারদ আরও কিছুটা চড়িয়ে দিলেন অভিনেতা ৷ বুধবার তিনি শেয়ার করলেন ছবির আরও কিছু ঝলক (Jeet Upcoming Film Chengiz) ৷ আর অনুরাগীদের এও জানালেন, ছবির সম্পাদনার কাজ চলেছে ৷ 'চেঙ্গিজ'-এও জিৎকে দেখার জন্য় অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা ৷ জিৎ মানেই অ্যাকশন, রোম্যান্স. চোখা চোখা সংলাপ আর কমেডির মিশেল ৷

এই ছবিতেও সংলাপ কেমন হবে তা টিজারেই টের পাওয়া গিয়েছে ৷ কারণ টিজার শেষ হয়েছিল 'চেঙ্গিজের আজ কাল হয় না, যুগ হয়...' এই সংলাপ দিয়ে ৷ আর সঙ্গে ছিল টানটান অ্যাকশনের দৃশ্য ৷ তা থেকে দর্শকরা আভাস পেয়েছিলেন ঠিক কেমন হতে চলেছে ছবি ৷ 'চেঙ্গিজ' পরিচালনার দায়িত্বে রাজেশ গঙ্গোপাধ্য়ায় ৷ ছবির চিত্রনাট্য় আর সংলাপ লিখেছেন পরিচালক নিজেই ৷ নীরজ পাণ্ডের সঙ্গে কাহিনি লিখেছেন রাজেশ গঙ্গোপাধ্য়ায়ও ৷

ছবিটি কবে পর্দায় আসছে তা অবশ্য় এখনও জানাননি অভিনেতা । এদিনের শেয়ার করা ভিডিয়োর ক্য়াপশনে জিৎ তাঁর প্রযোজনা সংস্থার জন্য়ও একটা প্রশ্ন রেখেছেন ৷ অভিনেতা জিজ্ঞাসা করেছেন প্রচারের জন্য় তৈরি তো? আসলে এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জিৎ নিজেও ৷ তাঁর সঙ্গে রয়েছেন গোপাল মদনানীও ৷ শেষমেশ এই নতুন ছবি পর্দায় কবে আসবে সেটাই দেখার ৷

জিৎ 'চেঙ্গিজ' ছাড়াও ব্যস্ত রয়েছেন আরও দু'টি ছবির কাজ নিয়ে ৷ এর মধ্য়ে একদিকে যেমন তাঁর হাতে রয়েছে শৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' ছবিটি ৷ তেমনই আবার তাঁর হাতে রয়েছে 'মানুষ, চাইল্ড অফ ডেস্টিনি' ছবিটিও ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷ ছবির গল্পও লিখেছেন তিনিই ৷ তিনটি ছবিতেই অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও দেখা যাবে জিৎকে ৷

আরও পড়ুন:কাতারে ক্যামেরাবন্দি সারা অনন্যা, কীভাবে সময় কাটছে দুই ডিভার ?

ABOUT THE AUTHOR

...view details