কলকাতা, 19 সেপ্টেম্বর:জিতের নতুন ছবি'মানুষ' নিয়ে চর্চা চলে আসছে বেশ কিছুদিন থেকেই ৷ বিশেষত 'চেঙ্গিজ' ছবির সাফল্যের পর এই ছবি নিয়ে আগ্রহ তো আরও তুঙ্গে ৷ এরই মাঝে মঙ্গলবার সামনে এল ছবির পোস্টার এবং মুক্তির তারিখ ৷ গণেশ চতুর্থীর দিনেই অনুরাগীদের জন্য তাঁর এই নতুন ছবির পোস্টার নিয়ে হাজির হলেন জিৎ ৷ বিঘ্নহর্তার আশির্বাদে এই ছবিও সাফল্য় পাবে কি না তা বলবে সময় ৷ তবে আপাতত প্রথম লুক দেখে খুশি অনুরাগীরা ৷
পোস্টারে জিতের হাতে রয়েছে বন্দুক ৷ এখানেও তাঁর চুল লম্বা, একমুখ দাড়ি আর চোখ থেকে যেন ঠিকরে বেরোচ্ছে আগুন ৷ জিতের এই চরিত্রটিও যে 'রাফ অ্যান্ড টাফ' হতে চলেছে তারই আভাস মিলেছে এই পোস্টারেই ৷ সাধারণত বাণিজ্যিক ছবিতে মশলাদার অ্যাকশন সিকোয়েন্স আর রোম্যান্স পছন্দ করেন অনুরাগীরা ৷ বিশেষত, 'গদর 2'-এর মতো ছবি যখন বিপুল সাফল্য পায় তখনই বোঝা যায় 'পুরোনো চাল ভাতে বাড়ে' ৷ বর্তমানে সুপারহিট ছবি বানানোর ওল্ড স্কুল ফর্মুলা থেকে কিছুটা সরে এসেছেন বাংলার নির্মাতারা ৷ কিন্তু তাতে বাজার যে আরও ছোট হচ্ছে তা বলাই বাহুল্য় ৷