কলকাতা, 10 নভেম্বর: বাংলা সিনেমার ক্ষেত্রে অ্যাকশন ঘরানার ছবিকে অন্যমাত্রা দিয়েছেন জিৎ ৷ বাংলা ছবি কিছুটা অন্যধারায় বাঁক নিয়েছে ঠিকই ৷ তবে সিনে বিশেষজ্ঞরাও একবাক্যে স্বীকার করেন, জিৎ তাঁর রাস্তা পরিবর্তন করেননি ৷ একের পর এক মাস এন্টারটেইনার তিনি উপহার দিয়েছেন বাঙালী দর্শককে ৷ শেষ ছবি 'চেঙ্গিজ' তো মুক্তি পেয়েছিল হিন্দিতেও ৷ এবার আসছে তাঁর নতুন ছবি 'মানুষ; দ্য ডেস্টিনিজ চাইল্ড' ৷ শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷
সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আগের ছবিতেও জুটি বেঁধেছিলেন জিৎ ৷ এই ছবিতেও তাঁর সঙ্গী তিনি ৷ ছবিতে দেখা যাবে জিতু কমলকেও ৷ জিতু ছবিতে অভিনয় করেছেন একজন আন্ডারওয়ার্ল্ডের অপরাধীর চরিত্রে ৷ জিতেরও এখানে দু'টি অবতার ৷ তাঁর প্রথম অবতারটির নাম অর্জুন ৷ সে একজন নারকোটিকস অফিসার ৷ জিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে ৷ অর্জুন মেয়ে অন্তপ্রাণ ৷ আবার সেই অফিসারই অপরাধী নিধনে সদা সক্রিয় ৷
এই জিতের আবার একটি অন্য অবতারও আছে ৷ একজন সৎ অফিসার পরিস্থিতির চাপে কীভাবে বদলে যায় সেটাই তুলে ধরে এই ছবি ৷ অর্জুন থেকে সে হয়ে উঠে মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ডদের একজন ৷ ছবিতে জিতু ছাড়াও রয়েছেন বিদ্যা সিনহা সাহা মিম, সৌরভ চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় সমাদ্দার ৷
জিতের ছবির অঙ্ক মেনেই ছবিতে থাকছে ভরপুর অ্যাকশন ৷ পাশাপাশি জিতের কণ্ঠে চোখা চোখা সংলাপ না হলে কি চলে? এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না ৷ জিতের কণ্ঠে শোনা যায়, "কালো টাকার দুনিয়ায় তোরা দাস, আর পরিণতি বেওয়ারিশ লাশ"-এর মতো সংলাপ ৷ এর আগে জিতের 'চেঙ্গিজ' ছবিটিও মুক্তি পেয়েছিল সারা দেশ জুড়ে ৷ অভিনেতা যদিও দাবি করেছিলেন এই ছবি সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে ৷ তবে বক্স অফিসে কিন্তু বিরাট ছাপ ফেলতে পারেনি 'চেঙ্গিজ' ৷ তাই এই ছবির হাত ধরে জিৎ কামব্যাক করতে পারেন কি না সেটাই দেখার ৷
আরও পড়ুন:
- বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী
- জয়া-সঞ্জনার সঙ্গে পর্দায় পঙ্কজ ত্রিপাঠি, মুক্তি পেল 'কড়ক সিং' ছবির ফার্স্ট লুক পোস্টার