কলকাতা, 7 জুন: সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর শেষ অ্যাকশন এন্টারটেইনার 'চেঙ্গিজ' ৷ এই প্রথম বাংলার পাশাপাশি তিনি পা রেখেছিলেন হিন্দিতেও ৷ সলমনের ছবির সঙ্গে মুক্তি পাওয়ার পরেও তাঁর 'চেঙ্গিজ'ও ভালোই দখল করেছিল অনুরাগীদের মন ৷ এই ছবি সুপারহিট হতে না-হতেই এবার তাঁর নতুন ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলেন জিৎ ৷ জিতের সবচেয়ে বিখ্যাত ছবির সিরিজের নাম হল 'বস' ৷ জানা গিয়েছে, এবার আসতে চলেছে সেই ছবিরই তৃতীয় পর্ব ৷
যদিও এই নিয়ে জিৎ নিজে এখনও কিছুই ঘোষণা করেননি ৷ তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলছে, খুব তাড়াতাড়ি এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি ৷ এর আগে 'চেঙ্গিজ' ছবিতে সুস্মিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ ৷ সুস্মিতা ইন্ডাস্ট্রিতে নয়া মুখ বললেই চলে ৷ এবার 'বস' ছবির তৃতীয় পর্ব মুক্তি পেলে সেখানে জিতের সঙ্গে জুটি বাঁধবেন কে? টলিপাড়ার কানা ঘুষো খবর হয়তো বা তিনি এবার জুটি বাঁধবেন কোনও নবাগতা নায়িকার সঙ্গে ৷