কলকাতা, 7 জুলাই: দিনকয়েক আগেই 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স' বা 'এনএবিসি'-তে বাংলার শিল্পীদের চূড়ান্ত অপমান ও হেনস্তার প্রতিবাদে সামাজিক মাধ্যমে এই নিয়ে মুখ খুলেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে প্রখ্যাত সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী। কিন্তু শুক্রবার সেই সব প্রতিবাদ ভিডিয়ো উড়ে গিয়েছে জয়তী চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল থেকে ৷ জানা গিয়েছে, সঙ্গীতশিল্পীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরেই সোশাল মাধ্যম থেকে মুছে গিয়েছে প্রতিবাদ বার্তা ৷ যা নিয়ে ফের একবার ধিক্কার জানিয়েছেন অনুরাগীরা ৷
আমেরিকার ঐতিহ্যবাহী বঙ্গ সম্মেলনে শিল্পীদের অপমানের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সকল শিল্পীরাই ৷ পণ্ডিত অজয় চক্রবর্তী ও সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার, রাঘব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপালি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। হেনস্তা হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ লাইভে তুলে ধরেন শিল্পী জয়তী চক্রবর্তী। আর তার দু'দিন যেতে না যেতেই তাঁর সেই ফেসবুক পেজটি হ্যাক হল। তাঁর 'এনএবি সি'র সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত পোস্ট-সহ বেশ কিছু পোস্ট উধাও হয় প্রথমে। এরপর সেই পেজটি একেবারে অকেজো করে দেওয়া হয়। কে বা কারা এই কাজটি করেছেন সেই ব্যাপারে সন্দিহান শিল্পী স্বয়ং।
শিল্পীর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "হ্যাঁ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে লাইভের দু'দিন কাটতে না কাটতেই। আমি তখন ফ্লাইটে দেশের পথে। ফোনে স্বাভাবিকভাবেই কোনও কাজ করা সম্ভব ছিল না। সেই সময়েই হ্যাক করা হয় এবং পেজটি অকেজো করে দেওয়া হয়। অনেক পোস্ট ছিল আমার পেজটাতে।"