পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jaya Ahsan on Ardhangini: 'খুব কঠিন গল্প সহজভাবে উপস্থাপন করেছেন কৌশিকদা', 'অর্ধাঙ্গিনী' প্রসঙ্গে জয়া - Jaya Ahsan on Ardhangini

কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি 'অর্ধাঙ্গিনী'তেও মুখ্য চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান । ছবি এবং কৌশিকের পরিচালনা মুখ খুললেন তিনি ৷

Jaya Ahsan on Her New Film Ardhangini
অর্ধাঙ্গিনী নিয়ে মুখ খুললেন জয়া আহসান

By

Published : May 8, 2023, 7:55 PM IST

কলকাতা, 8 মে: 'কাবেরী অন্তর্ধান'-এর পর আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি 'অর্ধাঙ্গিনী'। ছবির পোস্টার সামাজিক মাধ্যমে ভাগ করে পরিচালক লিখেছেন, "আসছে 2রা জুন। দুই নারীর এক অদ্ভুত সম্পর্ক! একটু বলে রাখি, ত্রিভুজ প্রেমের গল্প নয় এটা। " ছবিতে দুই মুখ্য নারীর চরিত্রের মধ্যে একজন পরিচালকের বাস্তব জীবনের অর্ধাঙ্গিনী চূর্ণী গঙ্গোপাধ্যায়, আরেকজন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বেনি বসু প্রমুখ । এই নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের তৃতীয় ছবিতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসান। এর আগে কৌশিকের পরিচালনায় 'বিসর্জন' এবং 'বিজয়া' ছবিতে অভিনয় করেছেন তিনি । জয়ার সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কৌশিকদার সঙ্গে অভিনেতা এবং পরিচালক দুই ক্ষেত্রেই একটা আলাদা আনন্দ থাকে কাজ করার। আমি কৌশিকদার ভীষণ সফল দু'টি ছবিতে কাজ করেছি । বরাবরের মতো এবারের স্ক্রিপ্টও ভীষণ শক্তিশালী ।"

ছবির পোস্টারে জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্য়ায়ের মুখ রয়েছে । সুতরাং দুই মুখ্য নারীর চরিত্রে যে তাঁরাই, তা বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে অভিনেত্রী জয়া বলেন, "চূর্নীদির সঙ্গে আমি প্রথম অভিনয় করলাম । এটাও আমার একটা বড় প্রাপ্তি। দারুণ অভিজ্ঞতা। অনেক শিখলাম । তার সঙ্গে কৌশীকদার পরিচালনা । আমার মনে হয় দর্শক নিজের সঙ্গে ছবির চরিত্রগুলোকে রিলেট করতে পারবে । খুব কঠিন একটি ইমোশনাল গল্প খুব সহজভাবে উপস্থাপন করেছেন কৌশিকদা । কৌশিকদার সঙ্গে কাজ করলে আমরা যেমন ঋদ্ধ হই, দর্শকও সমৃদ্ধ হয় বলে আমি মনে করি।"

আরও পড়ুন:মুম্বইয়ে ডিনার ডেটে পরিনীতি রাঘব, বিয়ের দিন নিয়ে জল্পনা

ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, "আমরা অভিনেতা-অভিনেত্রীরা একটা কাজ করার পরে তার থেকে কিছু জিনিস আমরা আমাদের জীবনে নিয়ে আসি । আমার দিক থেকে আমি বলি, যেটুকু একটা ছবি থেকে নিয়ে আসি তার থেকেই জয়ার পরের পথচলা শুরু হয় । আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দর্শকের ভালো লাগবে এই ছবি ।" গল্প নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চাইলে স্বভাবোচিত মিষ্টি হাসিতে বলেন, "এটা কৌশিকদা বললেই ভালো হয় ।" সামাজিক মাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, "সত্যিই কি অর্ধেক হয়?"

ABOUT THE AUTHOR

...view details