পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan Ticket Price: 'জওয়ান' দেখুন মাত্র 99 টাকায়, কোথায় জেনে নিন - জাতীয় সিনেমা দিবস

National Cinema Day: জাতীয় সিনেমা দিবসে প্রেক্ষাগৃহে সিনেমা দেখুন মাত্র 99 টাকায় ৷ সোশাল মিডিয়ায় শাহরুখ খান পোস্ট করে জানিয়েছেন, এই দিন মাত্র 99 টাকায় 'জওয়ান' দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷

Etv Bharat
মাত্র 99 টাকায় 'জওয়ান' দেখুন

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 5:14 PM IST

হায়দরাবাদ, 12 অক্টোবর: সিনেপ্রেমীদের জন্য ফের একবার উপহার বলিউড বাদশার তরফে ৷ শাহরুখ খানের বিগেস্ট ব্লকব্লাস্টার ছবি দর্শকরা দেখতে পাবেন মাত্র 99 টাকায় ৷ জাতীয় সিনেমা দিবসে মাল্টিপ্লেক্সে 'জওয়ান' মাত্র 99 টাকায় পাবেন দর্শকরা ৷

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ খান ৷ ক্যাপশনে লিখেছেন, "জাতীয় সিনেমা দিবসে আপনাদের সকলের জন্য বিশেষ উপহার ৷ শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসা ৷ এই 13 অক্টোবর কাছের প্রেক্ষাগৃহে যান জওয়ান দেখতে ৷ টিকিটের দাম মাত্র 99 টাকা ৷"

ছবি মুক্তির 35 দিন পরেও বক্সঅফিসে ঘোড়া ছোটাচ্ছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, 35তম দিনে 'জওয়ান' বক্সঅফিসে আয় করেছে 1 কোটি টাকা ৷ সবমিলিয়ে ভারতে এই ছবি আয় করেছে 627 কোটি টাকা এবং গ্লোবালি এই ছবির আয় হয়েছে 1117.39 কোটি টাকা ৷

7 সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পেয়েছে অ্যাটলির 'জওয়ান' ৷ শাহরুখ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, আলিয়াস কুরেশি, রীধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাপড়া ৷ দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে দেখা গিয়েছে অতিথি শিল্পী হিসাবে ৷ বাবা-ছেলে ও মা-ছেলে সম্পর্কের সঙ্গে গল্পে ফুটিয়ে তোলা হয় নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুকেও ৷

আরও পড়ুন: 25 বছর পূর্তিতে 25 টাকায় 'কুছু কুছ হোতা হ্যায়'-র বিশেষ স্ক্রিনিং, শো বাড়ানোর দাবি নেটপাড়ায়

অন্যদিকে, জাতীয় সিনেমা দিবসে প্রেক্ষাগৃহে টিকিটের মূল্য 99 টাকা হবে এমন প্রথা চলে আসছে অতিমারির পর থেকে ৷ অতিমারির পর পর প্রেক্ষাগৃহে দর্শক টানতে এগিয়ে আসে বিভিন্ন হলগুলি ৷ গত বছর থেকেই এই দিবস উদযাপন শুরু হয়েছে ৷ 2022 সালে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে শুরু হয় ন্যাশনাল সিনেমা ডে উদযাপন ৷

ABOUT THE AUTHOR

...view details