কলকাতা, 7 সেপ্টেম্বর: কলকাতায় অ্যাটলি পরিচালিত 'জওয়ান'-এর প্রথম শো শুরু হল ঠিক ভোর পাঁচটায়। 'জওয়ান'-এর টানে থুড়ি বেতাজ বাদশার টানে ভোর রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। শাহরুখ ফ্যান ক্লাবের সদস্যরা রাত দুটো-তিনটের সময়েই রওনা দেন মিরাজ মাল্টিপ্লেক্সের উদ্দেশ্যে। কারণ একমাত্র এখানেই ভোর পাঁচটায় শো ছিল ৷ বলিউডের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল ৷ সেখানে বাদশার অফিসিয়াল ফ্যান ক্লাবের তরফে বাদশার নামাঙ্কিত টি-শার্ট পরা অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজির ছিলেন সেলেব্রিটি দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাও।
সিনেমা শুরুর আগের মুহূর্ত পর্যন্ত সকলের গলায় একটাই স্লোগান শোনা গেল–"উই লাভ শাহরুখ।" এদিন ভোরে শাহরুখ খানের ছবি দেখতে হাজির ছিলেন 8 মাসের এক অন্তঃসত্ত্বা মহিলাও। বিশ্ব জুড়ে অগ্রিম টিকিট বুকিংয়ের খবর আগেই জানা গিয়েছিল। তারপরও টিকিটের জন্য রাত দুটো থেকে প্রেক্ষাগৃহের বাইরে লম্বা লাইন নজরে পড়ে। হিন্দি ছাড়াও তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে 'জওয়ান'। সূত্রের খবর, কলকাতার প্রায় সব ক'টি হলেই প্রথম দিনের প্রথম শো হাউসফুল। অনেকে নাকি আজ ছুটিও নিয়েছেন এই ছবি দেখার জন্য !