হায়দরাবাদ, 25 জুলাই: নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ তথা ট্রেলার সামনে আসার পর থেকেই ফের একবার চর্চার কেন্দ্রে বলিউডের বাদশা ৷ প্রথমে অনেকেই হয়তো আশঙ্কা করেছিলেন 'পাঠান' সিনেমার বিপুল সাফল্যের পর 'জওয়ান' ছবিতেও কিং খান একই আকর্ষণ বজায় রাখতে পারবেন? তার ওপর মাত্র কয়েক মাসের মধ্য়েই আবার একটি বিগ বাজেট ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে 57 বছর বয়সি এই হিরোকে ৷ দর্শক নেবে তো? কিন্তু ট্রেলার মুক্তির পরপরই সেই আশঙ্কা 80-85 শতাংশ কমে গিয়েছে ৷ এবার আসছে 'জওয়ান' ছবির প্রথম গান ৷
অ্যাটলি কুমারের এই ছবিতে কিং খান পর্দায় ফিরছেন দু'টি অবতারে ৷ তার মধ্যে সবচেয়ে বড় চমক তাঁর খলনায়ক অবতারটিতে ৷ মুন্ডিতমস্তক, চোখে কঠিন দৃষ্টি...কে বলবে এই মানুষটির রোম্যান্টিক সংলাপেই একদিন মেতে উঠত গোটা ভারত ৷ আজও তাঁর মুখে সংলাপ আছে ঠিকই কিন্তু কী বলছেন তিনি? তিনি বলছেন, "আমি যখন খলনায়ক হই তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না ৷" তারপর সেই অনবদ্য মেট্রোর সিকোয়েন্স ৷ 'বিশ সাল বাদ' ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া 'বেকরার করকে হামে' গানে তাঁর দুরন্ত নাচ ৷ ব্যাস আর কি চাই! প্রিভিউ সুপারহিট ৷