হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: একই বছরে দু'বার বক্স অফিসের হাজার কোটির পর্বত জয় করলেন শাহরুখ খান। প্রথমে 'পাঠান' তারপর 'জওয়ান'। বলিউডের ইতিহাসে তিনিই একমাত্র অভিনেতা, যাঁর দু’টি ছবি একই বছরে 1000 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। চলতি বছরে বলিউডে রাজত্ব জ্বলজ্বল করছেন বাদশা ৷ বক্স অফিসের তথ্য অনুযায়ী, রবিবার অর্থাৎ 24 সেপ্টেম্বর বিশ্বব্যাপী 1000 কোটি টাকা আয়ের ইতিহাস গড়েছে 'জওয়ান'। আর ভারতে আয় করে নিয়েছে 560 কোটি 83 লাখ। এটি এই বছরের শাহরুখ খানের দ্বিতীয় ছবি, যা বিদেশে 1000 কোটি টাকা আয় করেছে। প্রথম ছিল 'পাঠান' ৷
মুক্তির প্রথম দিনে 'জওয়ান' বক্স অফিস থেকে 75 কোটি টাকার ব্যবসা করে। মাত্র 18 দিনে এই কীর্তি গড়ায় বলিউড বাদশাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত 'প্যান ইন্ডিয়ান' ছবি 'জওয়ান'। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ হয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলির। দক্ষিণী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতিও 'জওয়ান'-এর হাত ধরে বড় পর্দায় পা রেখেছেন। তবে 'জওয়ান' তার তৃতীয় সপ্তাহান্তেও দুর্দান্ত পারফর্ম করছে।
শাহরুখ জন্য এবছরটা যে খুবই ভালো তা বলার অপেক্ষা রাখে না। তার প্রথম ছবি 'পাঠান' বছরের শুরুতে সারা বিশ্বে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে এবং 1000 কোটি টাকা আয় করে প্রথম হিন্দি ছবির শিরোনামে জায়গা করে নেয়। 'পাঠান'এর পর এবার শাহরুখ খানের দ্বিতীয় ছবি জওয়ানও একই পথে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট সোমবার ইনস্টাগ্রামে 'জওয়ান'-এর এই সংগ্রহ শেয়ার করেছে ৷ তাতে জানানো হয়েছে কিং খানের নতুন ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে 1004.92 কোটি টাকা আয় করেছে।
অন্যদিকে, চলতি বছরের 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের এই ছবিতে মুখ্যচরিত্রে ছিলেন দীপিকা। মুক্তির প্রথম দিনে 57 কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল 'পাঠান'। মুক্তির 18 দিনের মাথায় দুনিয়াজোড়া বক্স অফিসে 1000 কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলে 'জওয়ান'। অন্যদিকে, মুক্তি পাওয়ার 27 দিনের মাথায় 1000 কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল 'পাঠান'। বিশ্বজোড়া বক্স অফিসে পর পর দু'টি ছবির নাম লিখিয়ে ফেললেন শাহরুখ। এ বার সকলে বড়দিনের অপেক্ষায়। চলতি বছরের 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি'। এখন দেখার তিন নম্বর ছবিটি কত কোটির ক্লাবে নাম লেখায় ৷
আরও পড়ুন:যশবন্ত গিলের বেশে খনি শ্রনিকদের ত্রাতা হয়ে হাজির অক্ষয়, মুক্তি পেল 'মিশন রানিগঞ্জ'র ট্রেলার