হায়দরবাদ, 2 অক্টোবর: দেশে ও দেশের বাইরে অ্যাটলি পরিচালিত জওয়ানের দৌড় অব্যাহত ৷ মোট সংগ্রহের বিচারে এই ছবি এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে । আজীবন উপার্জনের ক্ষেত্রে সানি দেওল এবং আমিশা প্যাটেলের গদর 2-কেও ছাড়িয়ে গিয়েছে শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ।
স্যাকনিল্ক ডট কম-এর মতে, জওয়ানের আয় ভারতে 600 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে । শাহরুখ খান ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন নয়নতারা ও বিজয় সেতুপতি । দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত রয়েছেন ক্যামিয়ো চরিত্রে ৷ জওয়ানে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা, লেহার খান, গিরিজা ওক এবং সঞ্জিতা ভট্টাচার্য ।
জানা গিয়েছে, জওয়ানের প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল 389.88 কোটি টাকা । দ্বিতীয় সপ্তাহে এই ছবি 136.1 কোটি টাকা আয় করে এবং তৃতীয় সপ্তাহে এটি 55.92 কোটি উপার্জন করেছে । জওয়ান 23তম দিনে 5.05 কোটি টাকা এবং 24তম দিনে 8.5 কোটি টাকা আয় করেছে । প্রাথমিক অনুমান অনুসারে, জওয়ান সমস্ত ভাষা মিলিয়ে 25তম দিনে ভারতে 8.80 কোটি টাকা মোট উপার্জন করেছে ।