মুম্বই, 28 সেপ্টেম্বর:বক্স অফিসে মুক্তির পর থেকেই শোরগোল ফেলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ সিদ্ধার্থ আনন্দের হাত ধরে বছরের শুরুতেই প্রথম ব্লকবাস্টারটি উপহার দিয়েছিলেন বলিউডের বাদশা ৷ অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ভেঙে দিয়েছে 'পাঠান'-এর রেকর্ড ৷ 7 সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটিতে এই ছবি নিয়ে হাজির হয়েছিলেন কিং খান ৷ অর্থাৎ আজ 22তম দিনে পা দিল এই থ্রিলার ৷ কেমন হতে পারে আজ এই ছবির বক্স অফিস ফলাফল?
স্যাকনিল্কের ট্রাকার রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার এই ছবির আয় দাঁড়াতে পারে 2.36 কোটিতে ৷ অর্থাৎ এক ধাক্কায় অনেকখানি কমে যেতে পারে এই ছবির আয় ৷ এর আগে তৃতীয় বুধবারে এই ছবির আয় ছিল 5.15 কোটি টাকা ৷ অ্যাটলির এই ছবি এখনও পর্যন্ত বক্স অফিসে প্রায় 576 কোটি টাকা আয় করেছে ৷ আজকের পর তা বেড়ে দাঁড়াবে 578.69 কোটি ৷ দর্শকের নজর কাড়তে টিকিটের ক্ষেত্রে বলিউডে অনেকেই এখন বাই ওয়ান গেট ওয়ান অফার দিতে শুরু করেছেন ৷ 'জরা হাটকে জরা বাঁচকে'র মতো ছবির ক্ষেত্রে তো এই অফার বেশ কার্যকরীও হয়েছিল ৷