পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan Box Office Collection: কাজ হলনা 'বাই ওয়ান গেট ওয়ান' অফারে, 'জওয়ান'-এর ব্যবসায় ধ্বস অব্য়হত - Jawan Box Office Collection

Jawan Box Office Collection Day 22: লাভ হলনা 'বাই ওয়ান গেট ওয়ান' অফারেও ৷ বৃহস্পতিবার 'জওয়ান' ছবির ব্যবসায় বড় সড় পতন চোখে পড়ল ৷ 5 কোটি থেকে এক ধাক্কায় আয় নেমে এল 2 কোটিতে ৷ বৃহস্পতিবার ছবির আয় হল 2 কোটির কিছু বেশি ৷

Jawan Box Office Collection
জওয়ান ছবির ব্যবসায় ধ্বস

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 5:43 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর:বক্স অফিসে মুক্তির পর থেকেই শোরগোল ফেলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ সিদ্ধার্থ আনন্দের হাত ধরে বছরের শুরুতেই প্রথম ব্লকবাস্টারটি উপহার দিয়েছিলেন বলিউডের বাদশা ৷ অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ভেঙে দিয়েছে 'পাঠান'-এর রেকর্ড ৷ 7 সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটিতে এই ছবি নিয়ে হাজির হয়েছিলেন কিং খান ৷ অর্থাৎ আজ 22তম দিনে পা দিল এই থ্রিলার ৷ কেমন হতে পারে আজ এই ছবির বক্স অফিস ফলাফল?

স্যাকনিল্কের ট্রাকার রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার এই ছবির আয় দাঁড়াতে পারে 2.36 কোটিতে ৷ অর্থাৎ এক ধাক্কায় অনেকখানি কমে যেতে পারে এই ছবির আয় ৷ এর আগে তৃতীয় বুধবারে এই ছবির আয় ছিল 5.15 কোটি টাকা ৷ অ্যাটলির এই ছবি এখনও পর্যন্ত বক্স অফিসে প্রায় 576 কোটি টাকা আয় করেছে ৷ আজকের পর তা বেড়ে দাঁড়াবে 578.69 কোটি ৷ দর্শকের নজর কাড়তে টিকিটের ক্ষেত্রে বলিউডে অনেকেই এখন বাই ওয়ান গেট ওয়ান অফার দিতে শুরু করেছেন ৷ 'জরা হাটকে জরা বাঁচকে'র মতো ছবির ক্ষেত্রে তো এই অফার বেশ কার্যকরীও হয়েছিল ৷

গত বুধবারই এই বিশেষ অফারের কথা ঘোষণা করেন 'জওয়ান' ছবির নির্মাতারাও ৷ তবে বৃহস্পতিবার অন্তত তার কোনও প্রভাব চোখে পড়ল না ৷ ব্যবসায় ধ্বস এড়ানো গেল না ৷ শুক্রবার এবং শনিবারও থাকবে এই অফার তাই উইকএন্ডে ছবির আয় কতখানি বাড়ে সেদিকে নিশ্চয়ই নজর থাকবে সকলের ৷ বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে অবশ্য় ইতিমধ্যেই 1000 কোটি পার করে ফেলেছে এই ছবি ৷

আরও পড়ুন:বাবা ছেলের গল্প বলবে রণবীরের 'অ্যানিম্যাল'! অভিনেতার জন্মদিনে মুক্তি পেল অ্যাকশন প্যাকড টিজার

তবে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকসিন ওয়ার' এবং পুলকিৎ সম্রাটের 'ফুকরে 2' ছবিটিও মুুক্তি পেল 28 সেপ্টেম্বর ৷ তাই এই দু'টি ছবিও যে বক্স অফিসে 'জওয়ান' ছবির ব্যবসায় প্রভাব ফেলবে বলেই মনে করছে সমালোচকদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details