হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: বলিউডের বাদশা শাহরুখকে আগামীতে পর্দায় দেখা যাবে 'জওয়ান' ছবিতে ৷ এবার ছবিতে দক্ষিণী মশলা যোগ করতে পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেছেন তিনি ৷ সেইসঙ্গে ছবির নায়িকা নয়নতারাও দক্ষিণী ৷ আগেই জানা গিয়েছিল হিট ফর্মুলা মেনে অ্যাকশনে ভরপুর হতে চলেছে জওয়ান(Jawan massive action sequence) ৷ আর অ্যাকশনের সঙ্গে সঙ্গে রোম্যান্সেরও একটি সুন্দর মিশেল থাকবে গল্পে (SRK New Film Jawan) ৷
আর এবার জানা গিয়েছে ছবির জন্য় বেশ বড়সড় একটি অ্য়াকশন সিকোয়েন্সের পরিকল্পনা করেছেন নির্মাতারা (Atlee plans massive action sequence with SRK )৷ এই দৃশ্যের জন্য প্রায় 200-250 জন মহিলা ম্যানেজমেন্ট কর্মীকে উড়িয়ে আনা হবে মুম্বই থেকে ৷ প্রায় 200 জন মহিলার দরকার পড়বে শুধু এই একটি দৃশ্য়ের জন্য (Atlee plans massive action sequence ) !
শুধু তাই নয়, আগামী তিন সপ্তাহের মধ্য়ে শাহরুখ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্য়ুটিং শেষ করবেন বলেও জানা গিয়েছে ৷ আর সেখানেও নাকি এই মহিলাদের প্রয়োজন ৷ খবর অনুযায়ী ছবির এই গুরুত্বপূর্ণ দৃশ্য়টির শ্যুটিং হতে চলেছে চেন্নাইয়ে ৷