হায়দরাবাদ, 31 অগস্ট: সুপারস্টার শাহরুখ খান এবং বিজয় সেতুপতি সম্মুখ সমরে নামতে চলেছেন 'জওয়ান' ছবিতে ৷ অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন বিজয় ৷ বুধবার চেন্নাইতে একটি অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল শাহরুখ-বিজয় দু'জনকেই ৷ আর এই অনুষ্ঠানে উঠে এল অনেক ব্যক্তিগত গল্প ৷ সেখানে বিজয় জানালেন শাহরুখের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তাঁর ছোটবেলা থেকেই ৷ কিন্তু কেন? কী এমন দোষ করলেন এসআরকে ৷
বিজয় এদিন ফিরে যান তাঁর স্কুলের দিনগুলিতে ৷ তিনি জানান, যখন তিনি স্কুলে পড়তেন তাঁর একটি মেয়ের প্রতি ভীষণ 'ক্রাশ' ছিল ৷ কিন্তু সেই মেয়েটি আবার ছিল শাহরুখের অন্ধ অনুরাগী ৷ মনে মনে প্রেমিক রূপে সে নাকি বরণ করে নিয়েছিল এসআরকে-কেই ৷ আর তাই বিজয় সেখানে কোনও সুযোগই পাননি ৷ বিজয় জানান, তিনি চেয়েছিলেন কোনও এক দিন তিনি শাহরুখকে এর জবাব দেবেন ৷