হায়দরাবাদ, 17 অগস্ট:নেলসন দিলীপকুমারের ছবি 'জেলার'-এর হাত ধরে কয়েকবছর পর আবার পর্দায় প্রত্যাবর্তন হয়েছে রজনীকান্তের ৷ বক্স অফিসে বেশ জমিয়ে রাজ করছে এই ছবি ৷ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে প্রায় 225 কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে রজনী আন্নার 'জেলার' ৷ শুধু দেশ নয়, বিদেশেও যে রজনীকান্তকে নিয়ে উন্মাদনা কম নয় তার প্রমাণ মিলেছিল প্রথম দিনেই ৷ প্রথম দিন এই সিনেমা দেখতে ভারতে এসেছিলেন এক জাপানি দম্পতি ৷ আর এবার এই ছবির 'কাভালা' গানে কোমর দোলালেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ৷
টুইটারে সেই ভিডিয়ো পোস্টও করেন হিরোশি ৷ ভিডিয়োতে রীতিমতো দলবল নিয়ে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে বিদেশি রাষ্ট্রদূতকে ৷ সঙ্গে ছিলেন জাপানি ইউটিউবার মায়ো সান ৷ এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করে হিরোশি লেখেন, "জাপানি ইউটিউবার মায়ো সানের সঙ্গে কাভালা গানে নাচের ভিডিয়ো ৷ রজনীকান্তের জন্য আমার ভালোবাসা এভাবেই চলেছে ৷"