কলকাতা, 3 অগস্ট:বিক্রি হতে চলেছে অস্কারজয়ী পরিচালক সত্যজিত্ রায়ের তিনটি কালজয়ী সিনেমার স্বত্ব । বাংলা বিনোদনের দুনিয়ায় এর চেয়ে সাড়া জাগানো খবর আর কিই বা হতে পারে ৷ কোন তিনটি ছবি রয়েছে তালিকায়? বাঙালির সবচেয়ে প্রিয় সত্যজিৎ পরিচালিত ছবির তালিকায় রয়েছে 'গুপী গাইন বাঘা বাইন', 'অরণ্যের দিনরাত্রি' এবং 'প্রতিদ্বন্দ্বী' । বাঙালির হাসি কান্না এবং সংস্কৃতির স্বাক্ষর বহন করে চলেছে এই তিনটি ছবি ৷ কিন্তু এবার বিক্রি হতে চলেছে এই ছবিগুলির স্বত্ব ৷ ইউএস ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি 'জেনাস ফিল্মস' কলকাতার প্রযোজকের কাছ থেকে সত্যজিত্ রায়ের এই তিনটি ছবির স্বত্ব কিনতে চলেছে বলে জানা গিয়েছে ।
Rights of Satyajit Films: সত্যজিতের তিনটি কালজয়ী ছবির স্বত্ব কিনতে চলেছে মার্কিন কোম্পানি - Rights of Satyajit Films
বিক্রি হতে চলেছে সত্যজিৎ রায়ের ছবির স্বত্ব ৷ 'গুপী গাইন বাঘা বাইন', 'অরণ্যের দিনরাত্রি' এবং 'প্রতিদ্বন্দ্বী'র স্বত্ব কিনতে চলেছে ইউএস ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি 'জেনাস ফিল্মস', জানালেন অরিজিৎ দত্ত ।
এই তিনটি চলচ্চিত্রই যে প্রযোজনা সংস্থা থেকে আসে সেই পরিবারের উত্তরাধিকারী অরিজিত দত্ত ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "আপনি ঠিকই শুনেছেন, আমি এই তিনটি ছবি বিক্রি করে দিচ্ছি । ইতিমধ্যেই জেনাস ফিল্মসের সঙ্গে সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে । এগুলি সংরক্ষণ করা বাড়তি চাপ হয়ে যাচ্ছে । সংরক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন । সারাদিন সেই ঘর শীতাতপ নিয়ন্ত্রিত রাখা প্রয়োজন । সেটা বেশ ব্যয়বহুল । কষ্ট হলেও তাই এটাই আমার সিদ্ধান্ত । আমরা প্রযোজক তাই সন্দীপ রায়েরও এই ব্যাপারে বিশেষ কিছু বলার নেই বলে মনে হয় আমার ।"
আরও পড়ুন:নিজের বিরুদ্ধেই মামলা লড়বেন কান্তিশরণ, মুক্তি পেল 'ও মাই গড 2' ছবির ট্রেলার
প্রসঙ্গত, জেনাস ফিল্মস এর আগে 'অপু ট্রিওলজি' সংরক্ষণ করে । সত্যজিৎ রায়ের কাজ সংরক্ষণের জন্য় এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন তাঁরা ৷ 1969 সালে পূর্ণিমা পিকচার্সের ব্যানারে মুক্তি পায় 'গুপী গাইন বাঘা বাইন' । অন্যদিকে, 1970 সালে 'অরণ্যের দিনরাত্রি' এবং 'প্রতিদ্বন্দ্বী' প্রযোজনা করে প্রিয়া ফিল্মস । এই ব্যাপারে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বাড়ির ফোনটি বেজে যায় । ফলতো পরিচালক পুত্রের মতামত জানা যায়নি ৷