মুম্বই, 18 জুলাই:প্রথমবার রুপোলি পর্দায় জুটি বেঁধেছেন বরুণ-জাহ্নবী। ছবির টিজার আর ট্রেলারের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। ছবির ট্রেলারে ঘুরেফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্ল্যাশব্যাক। প্রথম থেকেই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের প্রসঙ্গ টানায় জল্পনা শুরু হয়েছিল। কিন্তু প্রেমকাহিনির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টানার কি প্রয়োজন, তা নিয়ে পরিচালক নিজের মতামত জানিয়েছেন ৷ মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান 'দিলো কি ডোরিয়া' ৷ তাতে নয়া জুটি বরুণ-জাহ্নবীকে বেশ লাগছে ৷ এই গান নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি রিলস বানিয়েছেন জাহ্নবী ৷ তাতে রয়েছেন ছবির কুশীলবেরা ৷
ভিডিয়োটি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "21 জুলাই কো হোগা 'বাওয়াল' ৷ কিন্তু এখন বাওয়াল করছি ঘরের মধ্যে ৷" ভিডিয়োটি পোস্টের কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ভিউ হয়। কমেন্ট সেকশনও ভরে ওঠে ৷ ফ্যানেদের পাশাপাশি, অর্জুন কাপুর ও পরিচালক রিয়া কাপুরও তাতে কমেন্ট করেন ৷ 'দিলো কি ডোরিয়া' একটি বিয়ের আসরের মেলোডি ট্র্যাক ৷ গানটিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানজুড়ে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। ছবিতে, বরুণ ধাওয়ানের চরিত্র অজয় এবং জাহ্নবী কাপুরের চরিত্র নিশা ৷ গানটি কম্পোজ করেছেন তানিষ্ক বাগচি এবং লিখেছেন আরাফাত মেহমুদ। বিশাল মিশ্র, জাহরা খান এবং রোমি এই সুরেলা গানে কণ্ঠ দিয়েছেন।