পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhvi Kapoor: শিখর পাহাড়িয়ার ভাইয়ের বলিউড জার্নি শুরু, শুভেচ্ছা জাহ্নবী কাপুরের - স্কাই ফোর্স

বলিউডে পা রাখছেন বিশিষ্ট কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়া ৷ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর ৷

Etv Bharat
'স্কাই ফোর্স'- এ বীর, অভিনন্দন জাহ্নবী-খুশির

By ANI

Published : Oct 3, 2023, 12:26 PM IST

মুম্বই, 3 অক্টোবর: সোমবার অর্থাৎ গান্ধি জয়ন্তীতে নিজের পরবর্তী ছবির ঘোষণা করেছেন অক্ষয় কুমার ৷ ছবির নাম 'স্কাই ফোর্স' ৷ আর এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছে চলেছেন বীর পাহাড়িয়া ৷ তিনি আসলে অভিনেত্রী জাহ্নবী কাপুরের চর্চিত বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার ভাই ৷ বীর ও শিখর পাহাড়িয়া বিশিষ্ট কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের নাতি ৷ বীরের বলিউড জার্নির ঘোষণা সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবী কাপুর ৷

ইন্সটাগ্রাম স্টোরিতে মিলি অভিনেত্রী ফায়ার ইমোজি দিয়ে লিখেছেন, "এটা আগুন হতে চলেছে ৷" এরপর ভালোবাসা জানান তাঁর প্রতি ৷ অন্যদিকে, জাহ্নবীর বোন খুশি কাপুরও শুভেচ্ছা জানান বীরকে ৷ তিনিও সাদা হার্ট ইমোজি ও পার্টি ইমোজি শেয়ার করে লেখেন, "তোমাকে সিনেমায় দেখার জন্য সত্যি খুব উত্তেজিত ৷" খুশিও বলিউডে পা রেখেছে জোয়া আখতারের হাত ধরে ৷ 'দ্য আর্চিস' ছবিতে দেখা যাবে খুশিকে ৷

খবর অনুযায়ী, 'স্কাই ফোর্স' ভারতের স্বাধীনতার এক না অজানা তথ্যকে তুলে ধরবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ও ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক এই ছবির বিষয়বস্তু ৷ ছবিটি পরিচালনা করছেন সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর ৷ অক্ষয় কুমার সোশাল মিডিয়ায় ছবির ঘোষণা করে ক্যাপশনে লেখেন, "আজ গান্ধি-শাস্ত্রী জয়ন্তীর দিন দেশের প্রতিটা কোণ থেকে আওয়াজ উঠেছে- জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান ৷ এর থেকে ভালো আর কোনও দিন হতে পারে না ৷ আসতে চলেছে আগামী ছবি স্কাই ফোর্স ৷ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ও ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক যুদ্ধের কাহিনী জানতে পারবে দেশবাসী ৷ দয়া করে সকলে ভালোবাসা দেবেন ৷ ছবি মুক্তি পাবে 2024-এর 2 অক্টোবর ৷ জয় হিন্দ, জয় ভারত ৷"

আরও পড়ুন: মাকে আঙুল দেখাচ্ছে ছোট্ট দেবী, মিষ্টি ভিডিয়ো শেয়ার বিপাশার

ABOUT THE AUTHOR

...view details